চরম অসন্তোষ বাগান কর্মীদের মধ্যে। তেলিপাড়া চা-বাগান সূত্রে জানা গিয়েছে বিগত তিন বছরের এই হাতিনালা নদী তেলিপাড়া চা-বাগানের প্রায় চার হেক্টর জমি গ্রাস করেছে। প্রতি বছর একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে চা বাগান।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক
advertisement
চা বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এই হাতিনালায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন চা বাগান কর্তৃপক্ষ। তবে কোন বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই এই একই রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।
আরও পড়ুনঃ বহুদিন বন্ধ থাকা পর আবার খুলছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক
এই বিষয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন বাগান কর্তৃপক্ষ। হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে সেচ দফতরের আধিকারিকরা। কিন্তু এখনো কিছু হয়নি। স্থায়ী সমাধান চাইছেন বাগানের শ্রমিক থেকে শুরু করে বাগান কর্তৃপক্ষ।
Geetashree Mukherjee





