শুক্রবার এমন কিছু তুঘলকি নির্দেশ এবং দীর্ঘ সময় থেকে বেতন বৈষমের শিকার হয়ে আসা সমাজ গঠনের এই মূল কারিগরেরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলন প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক কৌশিক গুহ বলেন, রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকায় ইনক্রিমেন্ট ফেরত নেওয়া হচ্ছে, এটা আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, এই বিষয়ে রাজ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশেই গত ১৯ অক্টোবর থেকে রাজ্যে জুড়ে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমিস্ট্রেস এন্ড হেডমাস্টাট্রাস এর পক্ষ থেকে জেলা বিদ্যালয় দফতরে ডেপুটেশন প্রদান কর্মসূচী চলছে।
advertisement
আরও পড়ুনঃ মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!
অপরদিকে এই স্মারকলিপিপ্রদান প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে জানান, আজ স্কুলের হেড মিস্টের্স এবং হেড মাস্টার্স দের পক্ষ থেকে ওনাদের ওপর লাগু ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি সরকারি নির্দেশের জন্য যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটাই জানাতে এসেছিলেন।
Surajit Dey