তিনি জানান, উদ্ধার হওয়া তিনটি সাপই বড় আকারের জল ঢোড়া প্রজাতির। তিনটি সাপকেই পরবর্তীতে পার্শ্ববর্তী একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে, আবার একই দিনে আজ লোকালয় থেকে উদ্ধার হল কিং কোবরা। রামসাইতে লোকালয় থেকে উদ্ধার হল বিষধর কিং কোবরা সাপ। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রামসাই চা বাগান সংলগ্ন চরাই মহল এলাকায় সাপটি উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুনঃ আবাসনের সেপ্টিক ট্যাঙ্কের নোংরা জলের গন্ধে অতিষ্ট এলাকাবাসী
জানা গেছে, এলাকার দীনেশ রায় নামের এক ব্যক্তির ঘরের টিনের চালে পেঁচিয়ে থাকে এই সাপটি। পরবর্তীতে বাড়ির মালিক সাতটি কে দেখতে পেয়ে খবর দেয় রামসাই মোবাইল রেঞ্জ কে। তাদের মারফত খবর দেয় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। তারা সেখানে পৌঁছায় এবং বনদফতর এর পূর্ণ সহযোগিতায় সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট লম্বা।
আরও পড়ুনঃ বেহাল নিকাশি ব্যবস্থা! চরম সমস্যায় বানারহাটবাসী
এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দকুমার রায় বলেন,\"সাপটিকে উদ্ধার করা খুব সমস্যার ছিল কেননা টিনের চাল থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। তাই অত্যন্ত যত্নের সাথে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। রামসাই মোবাইল রেঞ্জ এর পূর্ণ সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।\"ক্রমাগত পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েই এমন অবস্থা বলে জানা গিয়েছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে।
Geetashree Mukherjee