Jalpaiguri: আবাসনের সেপ্টিক ট্যাঙ্কের নোংরা জলের গন্ধে অতিষ্ট এলাকাবাসী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জলপাইগুড়ি পুর এলাকার ১০ নং ওয়ার্ডে একটি আবাসনের সেপ্টিক ট্যাঙ্কের নোংরা জলের গন্ধে অতিষ্ট এলাকাবাসী।
#জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পুর এলাকার ১০ নং ওয়ার্ডে একটি আবাসনের সেপ্টিক ট্যাঙ্কের নোংরা জলের গন্ধে অতিষ্ট এলাকাবাসী। জলপাইগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রেসকোর্স পাড়ায় অবস্থিত সাউথ প্লাজা আবাসন। তার পাশেই রয়েছে জনবহুল এলাকা। সেখানে মুদিখানা দোকান থেকে শুরু করে কাঁচাবাজার সবকিছুই আছে। আর আবাসনের নোংরা জলের গন্ধে যেন টিকে থাকাই দায় হয়ে গেছে ওই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার হাটে আসা জনসাধারণের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি আবাসন (সাউথ প্লাজা) থেকে তার পেছনের গেট দিয়ে অনবরত সেপ্টিক ট্যাংক উপচে নোংরা জল বাইরে চলে আসছে৷ সেই জলই পেরিয়ে যেতে হচ্ছে পেছনের গলির বাসিন্দাদের৷
advertisement
একে তো চলাচল করতে অসুবিধা, অন্যদিকে সেই জলের যা দুর্গন্ধ, তা তে তিতিবিরক্ত এলাকার স্থানীয়রা। আবাসনে বসবাসকারীরা জানান, বিগত কয়েক বছর ধরে আবাসনের ভেতরে থাকা সেপ্টিক ট্যাংক থেকে নোংরা দুর্গন্ধযুক্ত জল ছড়িয়ে পড়ছে পাশের রাস্তায়, যার ফলে দুর্গন্ধে টেকা দায়। আমরা এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম আবাসনের কমিটির কাছে। কিন্তু উলটে আমাদেরকে তাদের দুর্ব্যবহারের স্বীকার হতে হয়।
advertisement
জানা গিয়েছে, রেসকোর্স পাড়ার ওই ফ্ল্যাটে মোট ৮ টি পরিবার থাকে৷ ওই সেপ্টিক ট্যাংকটি তাদেরই ব্যবহারের। কিন্তু আজ ২ থেকে ৩ টি বছর পেরিয়ে গিয়েছে এই সমস্যা নিয়েই। নোংরা জল বয়ে চলেছে আবাসনের পেছনের গলির পথের ওপর দিয়েই৷ এলাকার এক বাসিন্দা সুমনা বোস জানান, এই আবাসনের কমিটি নেই, যার ফলে এই সমস্যা নিয়ে আমরাও ভুগছি।
advertisement
অপরদিকে এলাকাবাসীর এই সমস্যার কথা প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই এলাকার মানুষরা সমস্যায় আছেন। তাদেরকে একটি মাস পিটিশন করতে বলা হয়েছিল। তারা করেছেনও। দুর্গন্ধের এই বিষয়টি অবিলম্বে পুর প্রশাসন দেখবে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পরিদর্শনে গেছেন কাউন্সিলর।ফ্ল্যাটের সেপ্টিক ট্যাংক থেকে নোংরা জল বাইরে ছড়িয়ে পড়ার বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা হবে।এদিকে, এই বর্ষার মরশুমে এই সমস্যার সমাধান কবে হবে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
September 06, 2022 8:46 PM IST