আরও পড়ুনঃ হেমন্ত কালেও মা দুর্গার আগমন ভিন্ন রূপে! পুজোয় মেতে উঠেছে জলপাইগুড়ির রায়কত পাড়া
অসুস্থ হাতিটি দিনের বেলা সেখানেই থাকছে। বুধবার বিকেলে বন দফতরে চিকিৎসক ডাঃ শ্বেতা মন্ডলকে নিয়ে সুলকাপাড়া বিটের দ্বায়িত্বপ্রাপ্ত বিট অফিসার স্বপন সেন সেখানে যান। হাতিটি সেসময় জঙ্গলের ধারে ছিল। তাঁদের দেখতে পেয়েই সেটি কখনও ৩ পায়ে ভর দিয়ে আবার কখনো শুঁড়ে ভর দিয়ে অতিকষ্টে নদীর ধারে আসে। বন কর্মীরা এবং চিকিৎসক দূর থেকে হাতিটির পরিস্থিতি দেখেন। হাতিটির পায়ের সমস্যাও ক্যামেরায় ছবি তোলেন আধিকারিকেরা। যত দ্রুত সম্ভব হাতিটির চিকিৎসা হবে বলে জানা গিয়েছে।
advertisement
Surajit Dey
Location :
First Published :
December 01, 2022 7:52 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাঁটতে পারছে না ভাল করে! অসুস্থ হাতিকে বাঁচাতে তৎপর বনদফতর