জলপাইগুড়ি বন বিভাগের ডি এফ ও বিকাশ ভি, গরুমারা বন্যপ্রাণী বিভাগের এ ডি এফ ও জন্মেঞ্জয় পাল, সহ বন দফতরের বিভিন্ন আধিকারিক এবং বন কর্মীরা হাতিটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। শুক্রবার সকাল থেকেই হাতিটির চিকিৎসার জন্য বনাধিকারিকরা এবং পশু চিকিৎসকদের একটি দল ডায়নার জঙ্গলে পৌঁছে যায়। প্রথমে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে খেতে দেওয়া হয়।
advertisement
যদিও খাওয়া দাওয়া অনেকটাই ছেড়ে দিয়েছে হাতিটি। এদিনই গরুমারা থেকে ৪টি পোষা হাতি আনা হয়। পোষা হাতি দিয়ে প্রথমে অসুস্থ হাতিটিকে ঘেরা হয়। তারপর তার চিকিৎসা শুরু করা হয়। তবে বেলা বাড়তেই হাতিটিকে জঙ্গল থেকে বেড় কতে অন্যত্র নিয়ে যাওয়ার সিন্ধান্ত নেন বনাধিকারিকরা। যার কারন, জঙ্গলের মধ্যে রেখে হাতিটির চিকিৎসা করতে খুবই সমস্যা হচ্ছে। তাছাড়া তার সঙ্গী সাথী অন্যান্য হাতি গুলি এবং দল আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেই কারণে আরো অসুবিধা হচ্ছে।
এরপরই একটি ট্রাক নিয়ে আসা হয়, পোষা হাতি গুলিকে দিয়ে হাতিটিকে গাড়িতে তোলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। তবে অন্য কোনো উপায় ব্যবহার করে হাতিটিকে অন্যত্র নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে বলে বনদফতরে সূত্রে জানা গিয়েছে।
Surajit Dey