ওদলাবাড়ির পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলি এবং মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা সহ বনকর্মীরা পুরো এলাকা ঘুরে দেখেন। যাদের বিরুদ্ধে পাখি শিকার করার অভিযোগ উঠেছে তাদের শেষ কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়। বন দফতরের আধিকারিকরা বলেন, এরপর পাখি বা বন্য জন্তু শিকারের কোনও অভিযোগ এলে সরকারি নিয়মে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: স্বাস্থ্য শিবিরের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে গড়বেতায় গ্রামবাসীর মৃত্যু, অসুস্থ গ্রামের বহু মানুষ
নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলি বলেন, বহুদিন ধরে এই যাযাবররা পাখি শিকার করে আসছে। আজ বন দফতরকে জানিয়ে ঘটনাস্থলে আসি। বিভিন্ন জায়গায় পাখির পালক পড়ে থাকতে দেখি। তার মানে এই যাযাবররা পাখি শিকার করে সেই মাংস খেয়েছে। এটা সম্পুর্ন বেআইনি। অবিলম্বে এই শিকার বন্ধ করার জন্য সচেতন করা হয় স্থানীয়দের।
সুরজিৎ দে