West Medinipur News: স্বাস্থ্য শিবিরের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে গড়বেতায় গ্রামবাসীর মৃত্যু, অসুস্থ গ্রামের বহু মানুষ

Last Updated:

বেসরকারি সংগঠনের স্বাস্থ্য শিবিরে দেওয়া আয়ুর্বেদিক ওষুধ গ্রামের আরও অনেকে খেয়েছেন। ঘটনাটি গড়বেতার বড়পাড়া এলাকার।

+
title=

পশ্চিম মেদিনীপুর: গড়বেতার এক প্রান্তে যখন দুয়ারে ডাক্তার-এর শিবির চলছে, তখন অপর প্রান্তে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। কার্যত চিকিৎসা বিভ্রাটের জেরে অকালে প্রয়াত হলেন এক রোগী। বেসরকারি সংগঠনের স্বাস্থ্য শিবিরে দেওয়া আয়ুর্বেদিক ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে চাঁদমনি সরেনের (৬২)। জ্যোৎস্না মুর্মু নামে আরেক রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে গড়বেতায়। জানা গিয়েছে, বেসরকারি সংগঠনের স্বাস্থ্য শিবিরে দেওয়া আয়ুর্বেদিক ওষুধ গ্রামের আরও অনেকে খেয়েছেন। ঘটনাটি গড়বেতার বড়পাড়া এলাকার। জানা গিয়েছে, দিন দশেক আগে এখানে একটি স্বাস্থ্য শিবির আয়োজন করে এক বেসরকারী সংগঠন। সেই স্বাস্থ্য শিবিরে ভিড় জমান গ্রামবাসীরা। হাঁটুর ব্যথা, পায়ের ব্যাথা, কোমরের যন্ত্রণা থেকে শুরু করে নার্ভের সমস্যা সহ নানান রোগের আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, সেই ওষুধ খাওয়ার দু'দিন পর থেকেই একটু একটু করে অসুস্থ বোধ করতে শুরু করেন গ্রামবাসীরা। দিন দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চাঁদমনি সরেন নামে গ্রামের এক মহিলা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চাঁদমনির।
advertisement
advertisement
ইতিমধ্যে জোৎস্না মুর্মু নামে গ্রামের আরও এক মহিলাকে অসুস্থ অবস্থায় এক‌ই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সুত্রে খবর। এই ঘটনার পর বড়পাড়া এলাকায় আতঙ্ক যেমন ছড়িয়েছে তেমন‌ই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। অভিযোগ, ওই বেসরকারি সংগঠনের স্বাস্থ্য শিবিরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। তার জেরেই গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।
advertisement
গ্রামবাসীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে গ্রামে মেডিকেল টিম পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। গোটা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্থাটির সদস্য উত্তম দে'কে গ্রেফতার করেছে পুলিশ।
শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: স্বাস্থ্য শিবিরের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে গড়বেতায় গ্রামবাসীর মৃত্যু, অসুস্থ গ্রামের বহু মানুষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement