বিভিন্ন ধরনের কাঠের ও মাটির তৈরী জিনিস এবং পাটের তৈরি বিভিন্ন ব্যাগ, ঘর সাজানো, নিত্য দিনের প্রয়োজন জিনিস রয়েছে এই মেলায়। সঙ্গে শীতের প্রিয় বাঙালী খাবার পিঠে দিয়ে গ্ৰামের মহিলারা সাজিয়ে তুলছে এই মেলাকে । মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা-সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়-সহ বিশিষ্টরা।
advertisement
আরও পড়ুন: মাটির তলা দিয়েই কাজ হাসিল, মিটারেও বাড়ছে না মাশুল! অভিযানে গিয়ে অবাক কর্তারা
আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
মূলত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন।হাতের কাজের ছোঁয়ায় সৃষ্টি কতটা সুন্দর হয়ে উঠতে পারে সৃষ্টিশ্রী মেলার মধ্য দিয়ে তাই সকলের সামনে তুলে ধরা হচ্ছে। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদরা বলেন, এসএনজি গ্রুপে যেসব মহিলারা রয়েছে এবং তাঁদের স্বনির্ভর করতেই এই মেলা রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।
জলপাইগুড়ির প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেছে এই মেলায়। এখানে তাঁরা তাঁদের হাতের কাজ নিয়ে এসেছে । অর্থ উপার্জন-এর একটি নতুন দিশা হয়ে দাঁড়াবে সৃষ্টিশ্রী। গোষ্ঠীর মহিলা রিনা পাল জানান, এই ধরনের মেলা করানোর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। গত দু'বছর বন্ধ ছিল পুনরায় চালু হওয়াতে বেশ খুশি। এই মেলার উপরে আমরা স্বনির্ভর গোষ্ঠীর বহু মানুষ নির্ভর থাকি।
সুরজিৎ দে