আরও পড়ুন: পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের, একসঙ্গে দুই সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার
শুক্রবার রাতে গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে এই বুনো হাতিটি প্রথমে নাগরাকাটার সুলকাপাড়া পঞ্চায়েতের জঙ্গল সংলগ্ন গ্রামের ঝালো ভোক্তা, দেবি তামাং, ফারানসিস কিস্কু, বিনোদ ওঁরাও ও মোতালেব আলি নামে পাঁচজনের বাড়ি ভেঙে দেয়।হাতিটি বাড়ির দেওয়াল ভাঙার সময় আহত হন ঝালো ভোক্তা। এরপরই দীনেশ মির্ধার মুদি দোকানে হানা দেয় সে। ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে গভীর রাতে ফের গরুমারার জঙ্গলে ফিরে যায় হাতিটি।
advertisement
এদিকে পরপর হাতির হানায় কিলকোট চা বাগান এলাকার মানুষ ব্যাপক আতঙ্কিত। পরপর দু’দিন এই চা বাগানের দীনেশ মির্ধার মুদি দোকানে হানা দিল হাতি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় তিনটে নাগাদ সংলগ্ন চাপরামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে। এরপর চা বাগানের চার নম্বর লাইনে হানাদা সে। সেখানে মহেন্দ্র পাসোয়ান ও দীনেশ মির্ধার মুদিখানা দোকানে হামলা চালায়। লাগাতার এই হাতির হানা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য চোরকু মাহালি বলেন, হাতেখানায় প্রচন্ড ক্ষতি হচ্ছে। গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। মানুষ ভয়ে ঘুমোতে পারছে না।
সুরজিৎ দে