South 24 Parganas News: পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের, একসঙ্গে দুই সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার

Last Updated:

বিকেলের দিকে বাড়ির সামনের পুকুরে ভেসে ওঠে দুই বোনের দেহ। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত বলে ঘোষণা করেন।

দক্ষিণ ২৪ পরগনা: পুকুরে ডুবে মৃত্যু হল দুই বোনের। সাগরের নরহরিপুর এলাকার ঘটনা। মৃত দুই শিশুর নাম তিস্তা প্রামানিক (৭) ও অনিন্দিতা প্রামাণিক (৫)।
স্থানীয় সূত্রে খবর, দুই বোন একসঙ্গে বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় পরিবারের বাকি সদস্যরা যে যার নিজের মতো কাজ করছিলেন। কিন্তু খানিকক্ষণ পর নজর পড়ে দুই বোনের কেউ বাড়িতে নেই। এরপরই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। প্রতিবেশীদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু তাদের কেউ দেখেনি বলে জানায়। বেশ কয়েক ঘণ্টা পর বিকেলের দিকে বাড়ির সামনের পুকুরে ভেসে ওঠে দুই বোনের দেহ। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের দুই শিশুর এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
advertisement
advertisement
এই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে গ্রামে আসে পুলিশ। নিয়মমাফিক তারা দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। শনিবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের, একসঙ্গে দুই সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement