মাটি দিয়ে তৈরি নানা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী, ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। অন্যান্য পুজোর মণ্ডপের মতোই মানুষের নজর কেড়েছে এই দিশারী ক্লাব ও পাঠাগারের পুজোও। এবছর তাদের পুজো ৬০ তম বর্ষে পদার্পণ করল।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে বিদেশিনীকে হেনস্থা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়, উঠল নিন্দার ঝড়!
মণ্ডপ তৈরিতে পরিবেশবান্ধব দ্রব্য তথা পচনশীল দ্রব্যই ব্যবহার করা হয়েছে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। উলুখাগড়া, বাঁশ, কাপড়, পোড়া মাটির জিনিস ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এ মণ্ডপ। যাতে পুজো শেষে পরিবেশের কোনও ক্ষতি না হয়, সহজেই মাটিতে মিশে যায়।
এবারের আয়োজন প্রসঙ্গেদিশারী ক্লাবের যুগ্ম সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, ”আমাদের মণ্ডপটি পরিবেশবান্ধব হিসেবেই তৈরি হয়েছে। মাটি থেকে উৎপন্ন জিনিস সহজেই মাটিতেই বিলীন হয়ে যাবে। এমন সামগ্রী দিয়েই মণ্ডপ তৈরি হয়েছে। পুজো ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই ক্লাব। এবারের ইচ্ছে শহরের মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।
সুরজিৎ দে