TRENDING:

Durga Puja 2023: দুর্গাপুজোয় পরিবেশবান্ধব প্যান্ডেলে বাজিমাত জলপাইগুড়ির ক্লাবের! মিলল সেরা মূর্তির পুরস্কারও

Last Updated:

Durga Puja 2023: মাটি দিয়ে তৈরি নানা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী, ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পুজো শুরু হয়ে গিয়েছে। সারা বছর বাঙালির অপেক্ষা এই চারটি দিনের জন্য। কলকাতা শহরে এখন বেশির ভাগ পুজোই হয় থিমের ওপর ভিত্তি করে। কে কার থেকে চমকপ্রদ ও আকর্ষণীয় থিম করতে পারে, এখন চলে তারই ইঁদুর দৌড়। এই দৌড়ে বাদ নেই জেলাগুলিও। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি বড় থিম পুজো হয়েছে। যেগুলির মধ্যে জলপাইগুড়ি দিশারী ক্লাব ও পাঠাগারের পুজো অন্যতম। এবছর তাদের থিম ‘মাটির টানে মায়ের কাছে’।
advertisement

মাটি দিয়ে তৈরি নানা দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী, ইতিমধ্যেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। অন্যান্য পুজোর মণ্ডপের মতোই মানুষের নজর কেড়েছে এই দিশারী ক্লাব ও পাঠাগারের পুজোও। এবছর তাদের পুজো ৬০ তম বর্ষে পদার্পণ করল।

advertisement

আরও পড়ুন: দিল্লিতে বিদেশিনীকে হেনস্থা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়, উঠল নিন্দার ঝড়!

মণ্ডপ তৈরিতে পরিবেশবান্ধব দ্রব্য তথা পচনশীল দ্রব্যই ব্যবহার করা হয়েছে যাতে পরিবেশের কোনও ক্ষতি না হয়। উলুখাগড়া, বাঁশ, কাপড়, পোড়া মাটির জিনিস ইত্যাদি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এ মণ্ডপ। যাতে পুজো শেষে পরিবেশের কোনও ক্ষতি না হয়, সহজেই মাটিতে মিশে যায়।

advertisement

View More

এবারের আয়োজন প্রসঙ্গেদিশারী ক্লাবের যুগ্ম সম্পাদক পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, ”আমাদের মণ্ডপটি পরিবেশবান্ধব হিসেবেই তৈরি হয়েছে। মাটি থেকে উৎপন্ন জিনিস সহজেই মাটিতেই বিলীন হয়ে যাবে। এমন সামগ্রী দিয়েই মণ্ডপ তৈরি হয়েছে। পুজো ছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই ক্লাব। এবারের ইচ্ছে শহরের মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Durga Puja 2023: দুর্গাপুজোয় পরিবেশবান্ধব প্যান্ডেলে বাজিমাত জলপাইগুড়ির ক্লাবের! মিলল সেরা মূর্তির পুরস্কারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল