YouTuber Harassed in Delhi: দিল্লিতে বিদেশিনীকে হেনস্থা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়, উঠল নিন্দার ঝড়!

Last Updated:

YouTuber Harassed in Delhi: ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে যে সরোজিনী নগরের বাজারে এক ব্যক্তি ক্রমাগত ওই রাশিয়ান মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

বিদেশিনীকে হেনস্থা! দিল্লির ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
বিদেশিনীকে হেনস্থা! দিল্লির ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
নয়াদিল্লি: এক রাশিয়ান ইউটিউবার তার চ্যানেল ‘কোকো ইন ইন্ডিয়া’-র জন্য ব্লগ তৈরি করছিলেন। দিল্লির জনপ্রিয় সরোজিনী নগর বাজার ঘুরে তিনি নিজের দর্শকদের জন্য ব্লগ তৈরি করছিলেন। আর সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে এক ভারতীয় যুবকের হাতে। সেই মুহূর্ত ধরা পড়েছে ইউটিউবারের ভিডিও-তে। আর তার পরই বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
ভাইরাল হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে যে সরোজিনী নগরের বাজারে এক ব্যক্তি ক্রমাগত ওই রাশিয়ান মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বার বার তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতানোর অনুরোধ করতে থাকেন ওই ব্যক্তি। ভিডিও-তে দেখেই পরিস্থিতিকে যথেষ্ট আপত্তিকর বলে মনে হচ্ছে।
advertisement
advertisement
‘তুমি আমার বন্ধু হবে?’ ওই যুবক বার বার এমন মন্তব্য করতে থাকেন। আর সেটাই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে, কোকোর ব্লগ মাধ্যমে। ওই ভিডিও থেকে জানা যায়, ওই যুবক দাবি করেছেন, একজন রাশিয়ান মহিলার সঙ্গে বন্ধুত্ব করা তাঁর স্বপ্ন ছিল। ওই যুবক কোকোকে উদ্দেশ্য করে বলে, কোকো খুবই সেক্সি। তাই সে বন্ধু হওয়ার অনুরোধ জানাচ্ছে।
advertisement
ভিডিওটি কোকোর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ওই ভিডিও দেখার পর কমেন্ট বিভাগে দর্শকদের ক্ষোভ উপচে পড়েছে। এক ইউটিউব ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একজন ভারতীয় হিসেবে আমি সেই লোকটির আচরণের জন্য ক্ষমাপ্রার্থী।’ অন্য একজন লিখেছেন, ‘একজন ভারতীয় হিসেবে এই নির্লজ্জ এবং বেপরোয়া লোকটির জন্য লজ্জিত। আমি দুঃখিত যে আমাদের সমাজে এই ধরনের লোক রয়েছে। তবে আমি তোমার সাহসিকতাকে স্যালুট জানাই এবং যেভাবে তুমি সেই লোকটিকে উপেক্ষা করেছো তা প্রশংসার যোগ্য।’
advertisement
তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও, টুইচ-এ কোরিয়ান ভ্লগার May5w এক ব্যক্তির সঙ্গে কথোপকথনকালে এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন। তাঁর লাইভস্ট্রিমের অংশগুলি ভাইরাল হওয়ার পরে এই ঘটনাটি সকলের মনোযোগ আকর্ষণ করে।
মধ্যরাতে হংকংয়ের সেন্ট্রালে একটি ট্রাম স্টপে অপেক্ষা করছিলেন ওই ব্লগার। অপেক্ষা করার সময়, এক ব্যক্তি তার কাছে এসে ট্রাম রুট সম্পর্কে তথ্য জানতে চান। কিছুক্ষণ আলোচনার পর মহিলাটি দেরিতে ট্রাম আসায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। কথা বলার সময়, ওই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ব্লগারের গায়ে হাত দিতেই সে হাত ঝেড়ে ফেলার চেষ্টা করে। তারপরেই লোকটি অভব্য আচরণের চেষ্টা শুরু করে। পরে ওই ব্লগার সপাটে উত্তর দেন, ‘দয়া করে আমার হাত ধরবেন না।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
YouTuber Harassed in Delhi: দিল্লিতে বিদেশিনীকে হেনস্থা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়, উঠল নিন্দার ঝড়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement