Mahira Khan: বিদেশে গিয়ে টাকা ছিল না হাতে, রোজগারের জন্য কী করত হত পাক নায়িকা মাহিরাকে! শুনে আঁতকে উঠবেন

Last Updated:
Mahira Khan: আজ তিনি সে দেশের অন্যতম ধনী নায়িকা। কিন্তু এক সময়ে এক বেলার খাবার জোটাত দিনরাত পরিশ্রম করতে হত। আর সেই পরিশ্রম খুব একটা আভিজাত্যমণ্ডিত নয়।
1/6
সদ্যই বিয়ে করেছেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন ভাবে সংসার পেতেছেন। পাকিস্তানের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। বিয়েও করেছেন সে দেশেরই প্রখ্যাত ব্যবসায়ীকে।
সদ্যই বিয়ে করেছেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন ভাবে সংসার পেতেছেন। পাকিস্তানের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। বিয়েও করেছেন সে দেশেরই প্রখ্যাত ব্যবসায়ীকে।
advertisement
2/6
সেই মাহিরা খান এক সময়ে কীভাবে দিনযাপন করেছেন, শুনলে আঁতকে উঠবেন। আজ তিনি সে দেশের অন্যতম ধনী নায়িকা। কিন্তু এক সময়ে এক বেলার খাবার জোটাত দিনরাত পরিশ্রম করতে হত।
সেই মাহিরা খান এক সময়ে কীভাবে দিনযাপন করেছেন, শুনলে আঁতকে উঠবেন। আজ তিনি সে দেশের অন্যতম ধনী নায়িকা। কিন্তু এক সময়ে এক বেলার খাবার জোটাত দিনরাত পরিশ্রম করতে হত।
advertisement
3/6
আর সেই পরিশ্রম খুব একটা আভিজাত্যমণ্ডিত নয়। শৌচালয় পরিষ্কার করে, ঘর মুছে টাকা রোজগার করতে হত। তাও আবার নিজের দেশে নয়, বিদেশে গিয়ে।
আর সেই পরিশ্রম খুব একটা আভিজাত্যমণ্ডিত নয়। শৌচালয় পরিষ্কার করে, ঘর মুছে টাকা রোজগার করতে হত। তাও আবার নিজের দেশে নয়, বিদেশে গিয়ে।
advertisement
4/6
করাচিতে জন্ম ১৯৮৪ সালে। পড়াশোনা করার জন্য ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়া পাড়ি দেন মাহিরা। সান্টা মনিকা কলেজের পর সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
করাচিতে জন্ম ১৯৮৪ সালে। পড়াশোনা করার জন্য ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়া পাড়ি দেন মাহিরা। সান্টা মনিকা কলেজের পর সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
advertisement
5/6
সে সময়ে খাবার জোটাতে বা হাতখরচের জন্য রাস্তার ধারের দোকানে ঘর মুছে, শৌচালয় পরিষ্কার করতেন। পরবর্তীকালে লস অ্যাঞ্জেলসে একটি দোকানে ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত হন।
সে সময়ে খাবার জোটাতে বা হাতখরচের জন্য রাস্তার ধারের দোকানে ঘর মুছে, শৌচালয় পরিষ্কার করতেন। পরবর্তীকালে লস অ্যাঞ্জেলসে একটি দোকানে ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত হন।
advertisement
6/6
এমটিভি পাকিস্তানে জকি হিসেবে প্রথম কাজ শুরু। পাক ছবি ‘বোল’-এর মাধ্যমেই অভিনয়ে তাঁর হাতেখড়ি। তারপর সেখানে একাধিক সিরিয়াল এবং ছবিতে কাজ করে জনপ্রিয় হন। ২০১৭ সালে বলিউডে পা। বিপরীতে কিং শাহরুখ খান। ছবি, ‘রইস’।
এমটিভি পাকিস্তানে জকি হিসেবে প্রথম কাজ শুরু। পাক ছবি ‘বোল’-এর মাধ্যমেই অভিনয়ে তাঁর হাতেখড়ি। তারপর সেখানে একাধিক সিরিয়াল এবং ছবিতে কাজ করে জনপ্রিয় হন। ২০১৭ সালে বলিউডে পা। বিপরীতে কিং শাহরুখ খান। ছবি, ‘রইস’।
advertisement
advertisement
advertisement