সিকিমের হড়পা বানের প্রভাবে তিস্তায় বেড়ছে ঘোলা জল সহ রাসায়ানিক। তাই ঠিকানা বদলে পরিযায়ী পাখিদের এখন নতুন ঠিকানা জলঢাকা নদী। কিন্তু এবছর তিস্তা নদীতে সে অর্থে পরিযায়ী পাখিদের দেখা মিলছে না বলে দাবি পরিবেশপ্রেমীদের। তিস্তায় না এসে এখন জলঢাকা নদীর বিভিন্ন তীরে সেই সমস্ত পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে। আর তাতেই চিন্তিত পরিবেশপ্রেমীরা। এর পিছনে পরিবেশ প্রেমীরা সিকিমের হড়পা বানকে দায়ী করেছেন।
advertisement
আরও পড়ুন:মিষ্টিতে নয়, তেতোতেই লুকিয়ে সুস্থ জীবন! এই পাতাতেই শরীর চনমনে, সারে হাজার রোগ
জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্য ডঃ রাজা রাউত বলেন, এই সময়ে প্রতিবছর বিভিন্ন পরিযায়ী পাখি তিস্তার বুকে আসত। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে তিস্তায় সেই পরিমাণ পাখি আসছে না। ঠিকানা বদলে সেই সমস্ত পরিযায়ী পাখি এখন জলঢাকা নদীতে ঠাঁই নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষী বিশেষজ্ঞ শান্তনু মজুমদার বলেন, আমরা বিগত ১০ বছর ধরে তিস্তা এবং তার সংলগ্ন নদী গুলিতে পরিযায়ী পাখিদের নিয়ে কাজ করে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর থেকে ধীরে ধীরে পাখিদের সংখ্যা কমতে শুরু করেছে। এর পিছনে তিস্তা নদীর দূষণকে দায়ী করা যায়। তাই আমাদের সকলকে তিস্তা নদীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুরজিৎ দে