TRENDING:

Jalpaiguri News: ছট পুজোর পর ডুয়ার্সের বহু নদী অপরিষ্কার! দূষণ নিয়ে চিন্তিত পরিবেশপ্রেমীরা

Last Updated:

ছট পুজো উপলক্ষে বিভিন্ন নদীঘাট সেজে উঠেছিল। কিন্তু ছট শেষ হয়ে যাওয়ার পরে সেগুলি আর পরিষ্কার হয়ে ওঠেনি অনেক জায়গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ছট পুজো উপলক্ষে বিভিন্ন নদীঘাট সেজে উঠেছিল। কিন্তু ছট শেষ হয়ে যাওয়ার পরে সেগুলি আর পরিষ্কার হয়ে ওঠেনি অনেক জায়গায়। ছট পুজোর জন্যে কলাগাছ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ঘাটগুলি। পুজো শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সেইসব নদীঘাট পরিষ্কার হয়নি। অপরিচ্ছন্ন ভীষণ নোংরা অবস্থায় পড়ে রয়েছে নদীঘাটগুলো। ভ্রুক্ষেপই নেই কারোর। মাল ব্লকের এলাকা গুলি ডুয়ার্সের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা। পাহাড় পর্বত ঝরনা নদী গাছপালা ঘেরা এলাকায় সৌন্দর্যতা বাড়ায় চেল-ঘিস নদীর স্বচ্ছ জলধারা।
advertisement

সেই জল এখন অপরিষ্কার। এদিন দুপুরে দেখা যায় চেল ঘীস নদীর ঘাটে প্রচুর কলা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বেশ কিছু গাছ নদীতে পড়ে রয়েছে। সঙ্গে ভাসছে ফুল ফল সহ প্লাস্টিকের নানা সামগ্রী। স্বাভাবিকভাবেই দূষিত হচ্ছে নদীর জল। একদিকে জলদূষণ অন্যদিকে দৃশ্যদূষণ। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি জলজ প্রানীরাও বলি হচ্ছে এর ফলে। এই চিত্র নজরে আসে পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যদেরও। এর তীব্র প্রতিবাদ জানায় তারা।

advertisement

আরও পড়ুন:চা বাগানে কাজ করতে গিয়ে চমকে উঠলেন শ্রমিকরা, গাছের ঝোপের আড়ালে ওটা কী!

এ ব্যপারে ওদলাবাড়ি পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক সোমাবোস সেনগুপ্ত বলেন,”এই ঘাট সুন্দর করে সেজে ওঠে পুজোর সময়, এটা আনন্দের খবর। আমরাও এই পুজো দেখতে এসেছিলাম কিন্তু পুজোর পর নদীঘাট গুলো পরিষ্কার করার দরকার ছিল। পুজো পেরিয়ে গেলেও এখনও নদীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কলাগাছসহ পুজোর সামগ্রী। এই ভাবে এইসব পড়ে থাকলে নদীর ক্ষতি হবে। এর মধ্যেই যদি কলাগাছগুলো বন দফতরের অনুমতি নিয়ে কোনও জঙ্গল এলাকায় ফেলা হতো তাহলে হাতিদের খাদ্যের জোগান খানিক হলেও হতো। এরপর কলাগাছ শুকিয়ে গেলে হাতির খাবারের যোগ্য থাকবে না।”

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তিনি আবেদন জানান, অবিলম্বে পুজো কমিটিগুলো যেন নদীঘাট পরিষ্কার করে কলাগাছসহ বিভিন্ন সামগ্রী নদী থেকে তুলে অন্যত্র ফেলে দেওয়ার।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ছট পুজোর পর ডুয়ার্সের বহু নদী অপরিষ্কার! দূষণ নিয়ে চিন্তিত পরিবেশপ্রেমীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল