সেই জল এখন অপরিষ্কার। এদিন দুপুরে দেখা যায় চেল ঘীস নদীর ঘাটে প্রচুর কলা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বেশ কিছু গাছ নদীতে পড়ে রয়েছে। সঙ্গে ভাসছে ফুল ফল সহ প্লাস্টিকের নানা সামগ্রী। স্বাভাবিকভাবেই দূষিত হচ্ছে নদীর জল। একদিকে জলদূষণ অন্যদিকে দৃশ্যদূষণ। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি জলজ প্রানীরাও বলি হচ্ছে এর ফলে। এই চিত্র নজরে আসে পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যদেরও। এর তীব্র প্রতিবাদ জানায় তারা।
advertisement
আরও পড়ুন:চা বাগানে কাজ করতে গিয়ে চমকে উঠলেন শ্রমিকরা, গাছের ঝোপের আড়ালে ওটা কী!
এ ব্যপারে ওদলাবাড়ি পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক সোমাবোস সেনগুপ্ত বলেন,”এই ঘাট সুন্দর করে সেজে ওঠে পুজোর সময়, এটা আনন্দের খবর। আমরাও এই পুজো দেখতে এসেছিলাম কিন্তু পুজোর পর নদীঘাট গুলো পরিষ্কার করার দরকার ছিল। পুজো পেরিয়ে গেলেও এখনও নদীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কলাগাছসহ পুজোর সামগ্রী। এই ভাবে এইসব পড়ে থাকলে নদীর ক্ষতি হবে। এর মধ্যেই যদি কলাগাছগুলো বন দফতরের অনুমতি নিয়ে কোনও জঙ্গল এলাকায় ফেলা হতো তাহলে হাতিদের খাদ্যের জোগান খানিক হলেও হতো। এরপর কলাগাছ শুকিয়ে গেলে হাতির খাবারের যোগ্য থাকবে না।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি আবেদন জানান, অবিলম্বে পুজো কমিটিগুলো যেন নদীঘাট পরিষ্কার করে কলাগাছসহ বিভিন্ন সামগ্রী নদী থেকে তুলে অন্যত্র ফেলে দেওয়ার।
সুরজিৎ দে