আরও পড়ুন: ৫ লক্ষ টাকা হলে তবে সুস্থ হবে ছেলে, সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি মা-বাবার
জলপাইগুড়ির বাহাদুর থেকে চাউলহাটি রাস্তার পাশে বহু গাছের মৃত্যু হয়েছে। ডালপালা শুকিয়ে ফসিলের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই গাছগুলোর কাণ্ড। একদিকে স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এই ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। এদিকে এই ধরনের মরা গাছ ঝড় হলে বা জোরে হাওয়া বইলে যখন তখন পড়ে যেতে পারে। ফলে এই রাস্তায় গ্রীষ্মের বিকেলে কালবৈশাখীর ঝড় উঠলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।
advertisement
এলাকার মানুষ চাইছে, প্রশাসন উদ্যোগ নিয়ে দ্রুত এই মরা গাছগুলি কেটে ফেলুক। অমিত দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় বহু গাছ শুকিয়ে গেছে। প্রশাসন যদি এগুলো কেটে নিয়ে যায় তাহলে ভালো হয়। না হলে যখন তখন বিপদ ঘটতে পারে। এই প্রসঙ্গে বাহাদুর পঞ্চায়েতের প্রধান সুবীর রায় বলেন, এলাকার বাসিন্দারা জানিয়েছে বিষয়টি। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সুরজিৎ দে