শিলিগুড়ি: জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত ছোট্ট শুভ সাহা। এখন তার বয়স মাত্র দেড় মাস। ডাবগ্রাম-ফুলবাড়ির পূর্ব ফকদই বাড়ির বাসিন্দা কার্তিক সাহা ও লক্ষ্মী সাহার একমাত্র সন্তান সে।গত ২৬ মার্চ দিল্লিতে ছেলের জন্ম দেন লক্ষ্মীদেবী। জন্মের আগেই জটিল রোগ ধরা পড়ে ছোট্ট শিশুটির। তার জন্মের পর দিল্লিতেই বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েও কোনও লাভ হয়নি। পরবর্তী চিকিৎসার জন্য এরপরই তাঁরা তড়িঘড়ি সন্তানকে নিয়ে শিলিগুড়িতে ফিরে আসেন।
আরও পড়ুন: জুলজির শুভাশিস গাছকৌটো বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন!
পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ছোট্ট শুভকে। কিন্তু সেখানকার চিকিৎসকও বিশেষ কিছু একটা করতে পারেননি। এরপর মাটিগড়ার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসককে দেখানো হয়। তিনি জানান, মাত্র দেড় মাস বয়সী শিশুটির মাথায় জল জমেছে। সঠিক চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তবে এর জন্য যে অস্ত্রপচার করতে হবে তাতে খরচ হবে পাঁচ লক্ষ টাকা।
এই বিপুল খরচের কথা শুনে সাহা দম্পতির মাথায় আকাশ ভেঙে পড়ে। ছোট্ট শুভর বাবা কার্তিক সাহা কাঠের আসবাবপত্রের সামান্য একজন কারিগর। এদিকে ছেলে অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা করাতে গিয়ে কাঠের দোকানের কাজটিও চলে যায়। সেই তাঁর পক্ষে পাঁচ লক্ষ টাকা জোগাড় করে সন্তানের চিকিৎসা করা এক প্রকার অসম্ভব। এই পরিস্থিতিতে একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে সাহা দম্পতি। কার্তিক সাহা বলেন, দিল্লিতে একটি আসবাবপত্রের কারখানায় কাজ করতাম। ছেলের দেড় মাস বয়স থেকেই এরকম অবস্থা। যা টাকা-পয়সা জমিয়েছিলাম সবটাই চিকিৎসায় খরচ হয়ে গিয়েছে। আমার চাকরিটাও আর নেই। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়।
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri News