দীপাবলিতে তেলে নয় বরং জল দিয়ে জ্বলবে প্রদীপ। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আলোর উৎসবে এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জলে জ্বলবে এই প্রদীপ।অন্যান্য জায়গার মতোই ধূপগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ। আলাদিনের আচার্য প্রদীপ না হলেও এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আগাছায় ভর্তি বৈকন্ঠপুর রাজবাড়ির শিব মন্দির ও মনসা মন্দির! ক্ষোভ স্থানীয়দের
কারণ অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক। তেল খরচ নেই, তাই একবার কিনে নিতে পারলেই বহুদিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে প্রদীপ জ্বালানো যাবে। মাত্র ৪০-৫০টাকায় বাজারে মিলছে এই ম্যাজিক প্রদীপ। নতুনত্ব জিনিসের চাহিদা বাজারে এমনিতেই বেশি থাকে তাই এই ম্যাজিক প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট। বিক্রেতা জানান এই জলপ্রদীপ চাহিদা একটু বেশি কারণ একটু অন্য ধরনের জন্য। এই বছর প্রথম বাজারে এসেছে।
আরও পড়ুনঃ তিস্তা পাড়ে হাতির দেখা! গজরাজ দেখতে মানুষের ভিড়
মানুষের জন্য দাম সাধ্য রয়েছে। আমার দোকানে এই প্রদীপ কিনতে ভীড় অনেকটা বেশি। দুবছর বছর মানুষ তেমনভাবে উৎসবের মেতে উঠতে পারিনি। এই বছর স্বস্তি পাওয়ায় মানুষ তাই ঘর সুন্দর সাজিয়ে তুলতে এই বছর চাহিদা অনেক টাই বেশি।কম খরচে মানুষরা প্রদীপের আলোর আলোতিক ঘর বাড়ি।
Surajit Dey





