Jalpaiguri News: আগাছায় ভর্তি বৈকন্ঠপুর রাজবাড়ির শিব মন্দির ও মনসা মন্দির! ক্ষোভ স্থানীয়দের

Last Updated:

জলপাইগুড়ি রাজবাড়ীতে যখন ধুমধাম করে চলেদূর্গা পুজোর, ঠিক সেই সময় আগাছা গায়ে জড়িয়ে কালের পরিহাসে বিবর্ণ ভাবে দাঁড়িয়ে আছে রাজবাড়ীর একপাশে অবস্থিত শিব এবং মনসা মন্দির। রাজবাড়ীর এই মন্দিরে হয় মনসা পুজো।

+
title=

#জলপাইগুড়ি : জলপাইগুড়ি রাজবাড়ীতে যখন ধুমধাম করে চলেদূর্গা পুজোর, ঠিক সেই সময় আগাছা গায়ে জড়িয়ে কালের পরিহাসে বিবর্ণ ভাবে দাঁড়িয়ে আছে রাজবাড়ীর একপাশে অবস্থিত শিব এবং মনসা মন্দির। রাজবাড়ীর এই মন্দিরে হয় মনসা পুজো। মনসা পুজোর গান হয়, সেখানে চলে মনসা লড়াই। কিন্তু সেই মনসা মন্দিরে আজ কোথাও কোথাও ছাদের ইট বালিখসে পড়ছে। কত বছর আগে রং হয়েছিলো তা জানা নেই। রাজবাড়ীর বড় পুকুরের পাশেই অবস্থিত শিব মন্দির।
সেই মন্দিরে সকাল বিকাল শিবের পূজো হয় কিন্তু একটা বিষয় দেখাই যাচ্ছে বহুদিন ধরে সংস্কার হচ্ছে না সেই মন্দিরে।বসার জায়গাও ভেঙে গিয়েছে। সংস্কারের অভাবে ধুকছে শিব মন্দিরগুলি। এই মন্দিরে বিভিন্ন সময় শুটিংও চলে। একসময় হেরিটেজ তালিকায় নাম উঠবে উঠবে করেও শেষ পর্যন্ত ছিটকে গিয়েছে এই মন্দিরটি। যদিও রাজ্য হেরিটেজ কমিশনের প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডঃ আনন্দ গোপাল ঘোষ মনে করেন, হেরিটেজ আইন অনুযায়ী এটির ব্যাপারে পৌরসভাকে সম্পূর্ণ ভাবে অধিকার প্রদান করা আছে, তাই ইচ্ছে করলেই পৌরসভা মন্দির সংস্কার করার উদ্যোগ নিতে পারে।
advertisement
আরও পড়ুনঃ তিস্তা পাড়ে হাতির দেখা! গজরাজ দেখতে মানুষের ভিড়
এর জন্য অন্য কারোওর অনুমতির প্রয়োজন নেই। অপরদিকে কিছুটা হলেও ভাঙা মন নিয়েই বৈকুণ্ঠপুর রাজবাড়ীর কুল পুরোহিত শিবু ঘোষাল বলেন,যেহেতু রাজবাড়ীর পুকুরের দায়িত্ব শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম নিয়েছে,সেই ভাবেই পুকুরের পাড়ে অবস্থিত শিব এবং মনসা মন্দির গুলোরও দায়িত্ব নিয়ে সংস্কার করুক। কারণ এই দুটি মন্দিরের অবস্থা দেখে কষ্ট হয়।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আগাছায় ভর্তি বৈকন্ঠপুর রাজবাড়ির শিব মন্দির ও মনসা মন্দির! ক্ষোভ স্থানীয়দের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement