Jalpaiguri News: তিস্তা পাড়ে হাতির দেখা! গজরাজ দেখতে মানুষের ভিড়

Last Updated:

শনিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এর বানিয়া পাড়া সংলগ্ন তিস্তা নদীর চড়ের ঘনো কাঁশ বনে এক পাল জংলী হাতির অবস্থান নজরে পরে স্থানীয় গ্রামবাসীদের। এর পরেই বানিয়া পাড়া সহ আশপাশের গ্রামে দ্রুত ছড়িয়ে পরে হাতির আতঙ্ক।

#জলপাইগুড়ি : শনিবার ভোর হতেই জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এর বানিয়া পাড়া সংলগ্ন তিস্তা নদীর চড়ের ঘনো কাঁশ বনে এক পাল জংলী হাতির অবস্থান নজরে পরে স্থানীয় গ্রামবাসীদের। এর পরেই বানিয়া পাড়া সহ আশপাশের গ্রামে দ্রুত ছড়িয়ে পরে হাতির আতঙ্ক। ঘটনার খবর পেয়েই নিজের অভিজ্ঞ বন কর্মীদের নিয়ে বানিয়া পাড়া গ্রাম কে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে ছুটে আসেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত সহ গরুমারা এবং জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড এর আধিকারিকেরা। এই মুহূর্তে হাতির দল গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থান করছে।
ঘটনা প্রসঙ্গে বেলাকোবা সার্কেলের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, গভীর রাতে কুড়িটির মত হাতি বৈকুণ্ঠপুর জঙ্গলে আসে। বর্তমানে হাতির দলটি বন দফতরের জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ডিভিশনের এলাকায় রয়েছে। বন দফতর চারিদিক থেকে জংলী হাতির এই দলটির গতিবিধির ওপর নজর রেখে চলেছে।
advertisement
আরও পড়ুনঃ সদ্য তৈরী মার্কেটের এ কি অবস্থা! যেন অঘোষিত সার্বজনীন শৌচালয়!
উল্লেখ্য, গত বছর এমন সময়েই দুটি জংলী হাতি দীর্ঘ পথ চলে জলপাইগুড়ি শহরের মধ্যে পৌঁছে গিয়েছিলো এবং প্রায় কুড়ি ঘন্টার চেষ্টায় গভীর রাতে বন দপ্তরের করা অভিযানের ফলে সেই হাতি দুটি শহর ছেড়ে গিয়েছিলো, এবারেও শহর থেকে সামান্য দূরে এত গুলো জংলী হাতির অবস্থান স্বাভাবিক ভাবেই জলপাইগুড়ি শহরবাসির মনে এক বছর আগের স্মৃতি কে তাজা করে দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিপন্ন বাস্তুতন্ত্র! জৌলুস হারাচ্ছে গোঁসাইরহাটের পাখিরালয়
স্থানীয় মানুষরা জানান প্রতিবছর হাতি আসে আমাদের প্রায় বহু ধান ক্ষেত নষ্ট করে দিয়ে যায় হাতি এবং আমরা আতঙ্কিত এই হাতি প্রতি বছরই কেন্দ্র করে যদি বনদফতর এই বিষয়ে দেখে তাহলে আমাদের ধানক্ষেত নষ্ট হয় না।
advertisement
 
 
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: তিস্তা পাড়ে হাতির দেখা! গজরাজ দেখতে মানুষের ভিড়
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement