এক প্রকার বাধ্য হয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করে দেয় পুরসভা। এরপর পুর বোর্ড বদল হয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।পু রভোটে প্রস্তুতি দেওয়া হয়েছিল ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হবে।কিন্ত দীর্ঘদিন হয়ে গেলেও সমস্যা সমাধান হয়নি।
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় তৈরি স্কুবা ডাইভাররা, চলছে মহড়া
advertisement
অভিষেক বন্দোপাধ্যায় এর কাছে পুরসভার তরফে ডাম্পিং গ্রাউন্ডের বিষয়টি তুলে ধরা হয়। অবশেষে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু ডাম্পিং গ্রাউন্ডের জমির অনুমোদনের নির্দেশিকা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেয়।
আরও পড়ুনঃ ধানের বিচন প্রস্তুত, জলের অভাবে রোপণ করতে পারছেন না চাষিরা
এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন আমাদের এটা একটা আনন্দের বিষয়। কতবড় প্রাপ্তি এটা বুঝিয়ে বলতে পারবো না। এটা একটা দীর্ঘদিনের সমস্যার সমাধান।বিভিন্ন জায়গায় এই বিষয়ে দরবার করা হয়েছিল। অবশেষে ধূপগুড়ি পুরসভার সেই দাবি পূরণ হল।সকলকে নিয়ে এর কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।
Geetashree Mukherjee