এ দিন বাগানের শ্রমিকরা বাগানের একটি নালার মধ্যে হস্তিশাবকটিকে পড়ে থাকতে দেখতে পান। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে সেটিকে উদ্ধার করে। বন দফতর সূত্রে খবর, হস্তিশাবকটির বয়স আনুমানিক ৮ বা ৯ মাস ।
আরও পড়ুনঃ বদলে গিয়েছে মাসিক চক্র! ব্যাপক প্রভাবের কথা জানাচ্ছে গবেষণা! কেমন সেই বদল?
advertisement
সম্ভবত রেতীর জঙ্গল থেকে হাতির দলটি ঐ এলাকায় ঢুকে পড়েছিল। সেই সময় এই বিপত্তি ঘটে।হাতির শাবকটির দেহ ময়না তদন্তের জন্যে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। চা বাগান সূত্রে খবর, হাতির দল প্রায়ই ডায়না ও পার্শ্ববর্তী জঙ্গল থেকে চা বাগানে ঢুকে পড়ে। বুধবার বাগানে কাজ হয়নি, বৃহস্পতিবার কাজ শুরুর জন্যে শ্রমিকরা চা বাগানে ঢুকতেই নালায় মৃতদেহ দেখতে পায়। তারপরই বনবিভাগ ও বাগান কর্তৃপক্ষের কাছে খবর যায়।
তবে কী কারনে হস্তি চা শাবকের মৃত্যু তা কিন্তু এখনও অজানা। মৃত হস্তি শাবককে নিজেদের আওতায় নিয়ে ময়না তদন্ত জন্য পাঠিয়েছে বন দফতর।
সুরজিৎ দে