Menstrual Cycle|| বদলে গিয়েছে মাসিক চক্র! ব্যাপক প্রভাবের কথা জানাচ্ছে গবেষণা! কেমন সেই বদল?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Women's Periods pattern changed: মহিলাদের মাসিক চক্রের উপর কোভিড মহামারীর বাস্তব প্রভাব পড়েছে। তথ্য বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে। অন্তত চারটি পরিবর্তনের কথা উঠে এসেছে এই গবেষণায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*গবেষণার ভিত্তিঃ গবেষণায় অংশগ্রহণকারী মহিলারা তাঁদের মহামারী-সম্পর্কিত স্ট্রেস এবং তাদের মাসিক চক্রের পরিবর্তন সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সময় কাল ধরা হয়েছিল মার্চ ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত। গবেষকরা উল্লেখ করেছেন যে অংশগ্রহণকারীরা সে সময় জন্মনিয়ন্ত্রণে ছিলেন না বা মহামারীর আগে মেনোপজ বা পোস্টমেনোপজাল ছিলেন না। প্রতীকী ছবি।
advertisement
*অতিমারীর চাপঃ সমীক্ষায় দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা অতিমারী চলা কালে আরও বেশি ঘরের কাজ করেছেন, শিশুর দায়িত্ব পালন করেছেন। কোভিড ১৯-এর কারণে দৈনন্দিন ক্রিয়াকলাপে পরিবর্তনগুলি খুঁজে পেয়েছেন। পাশাপাশি কোভিড ১৯ অসুস্থতার সম্ভাব্য ঝুঁকি, পুরুষদের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি চাপ তৈরি করেছে তাঁদের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
*গবেষণায় উল্লেখ করা হয়েছে, অল্প বয়সী মহিলারা তাঁদের মানসিক স্বাস্থ্যের ইতিহাস উচ্চ স্ট্রেস লেভেলের কথা জানিয়েছেন। ইয়েল স্কুল অফ মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক লিন্ডা ফ্যান জানিয়েছেন, করোনা অতিমারী পরবর্তী কালে মহিলারা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগছেন। যাঁরা এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। প্রতীকী ছবি।
advertisement