মানচিং পেপার, বা বাংলা ভাষায় প্লাস্টিকের মতো দেখতে রুপালি চাদর৷ আর এটা দিয়েই ঢেকে দিয়েছেন বিঘার পর বিঘা জমিতে লাগানো লঙ্কার চারা গাছ গুলোকে৷ শুধু মাত্র রোদের জন্য গাছের মাথার জায়গায় রয়েছে সামান্য গোলাকার ফাঁকা।
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
advertisement
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
এই বিশেষ পদ্ধতি ব্যবহার প্রসঙ্গে স্বপন বাবু জানিয়েছেন। লঙ্কা ক্ষেতে দ্রুত বিপুল পরিমাণে আগাছা জন্মায়, যা লঙ্কা গাছের বৃদ্ধিকে অনেকটাই প্রভাবিত করে৷ এবং এই ঘাস-জঙ্গলে নিশ্চিন্তে বাসা বাঁধে নানান রোগ পোকা, যা কিনা ব্যাপক ক্ষতি করে লঙ্কা ফলনে। এবার তাই সদর ব্লকে প্রথম বার এই মানচিং পেপার পদ্ধতিকে কাজে লাগিয়ে লঙ্কা গাছকে আগাছা এবং পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। এ বিষয়ে স্বপন বাবু জানান , আগাছা রুখতে এবং এই পদ্ধতিতে চাষাবাদ করছি । এবছর এই জলপাইগুড়িতে আমি প্রথম চাষাবাদ করছি এই মানচিং পদ্ধতিতে। শুনেছি যে এই পদ্ধতিতে চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যায়।
সুরজিত দে