জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি যাচ্ছিল। আর এই ছিঁচকে চোরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। এমনকি, বাড়ির বাইরে সামগ্রী রাখা বন্ধ করে দেয় এলাকাবাসী। অবশেষে এদিন একটি দোকান থেকে বিস্কুট এবং অন্যান্য সামগ্রী ভর্তি একটি কার্টুন চুরি করার সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে এক যুবককে। দীর্ঘদিন ধরে, হাত সাফাই দেওয়া ছিঁচকে চোর সন্দেহে যুবককে ধরে ফেলে এলাকাবাসীরা দড়ি দিয়ে গাছে বেঁধে রাখে। আর চোরকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য আশেপাশের মানুষ ভিড় জমায়। পরিস্থিতি উত্তপ্ত হয়।
advertisement
আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক
আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও
ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ সরকার। তিনি চুরির অভিযোগে বেঁধে রাখা যুবককে জল পান করান এবং স্থানীয়দের মারধরের হাত থেকে বাঁচান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে চুরির সন্দেহে যুবককে তুলে দেওয়া হয়।
এখানকার স্থানীয় ব্যবসায়ী জানান প্রতিনিধি আমাদের দোকান থেকে চুরি হতে চলেছে কখনও ডিমের ভর্তি বাক্স আবার কখনও বিস্কুটের-সহ পেটি উধাও চোর ধরতে আমরা হিমশিম খেয়ে পড়ছিলাম একের পর এক চুরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আজ স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ধরা পড়লো চোর ধরে পুলিশ হাতে দিলো ।
সুরজিৎ দে