'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক

Last Updated:

'যারা ঘর পাচ্ছেন না, বিডিও অফিসে গিয়ে ঢিল মারুন', মন্তব্য সুকান্ত মজুমদারের।

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  বন্দে-ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনায় বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ 'তদন্ত হোক যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কারা ঢিল ছুড়ছে। আমরা চাই, ঢিল মারা বন্ধ হোক। যদি ঢিল মারতেই হয় তাহলে উপযুক্ত জায়গায় গিয়ে ঢিল মারুন। যারা ঘর পাচ্ছেন না, বিডিও অফিসে গিয়ে ঢিল মারুন', মন্তব্য সুকান্ত মজুমদারের।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজভবন গেটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেন সুকান্ত৷  আর তাঁর এই বক্তব্যকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে, যারা আসল উপভোক্তা তারা ঘর পাননি, অথচ তৃণমূল নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠরা ঘর পেয়েছেন কিংবা মোটা টাকার বিনিময়ে নির্দিষ্ট গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘর পাইয়ে দিয়েছে শাসক দলের নেতারা। এই অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব হয়েছে পদ্ম শিবির। জেলায় জেলায় চলছে আবাস বিক্ষোভ। কোথাও বা শাসক দলের নেতাদের ঘিরে বিক্ষোভও। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনের আগে সুর সপ্তমে গেরুয়া শিবিরের।
advertisement
আরও পড়ুন :  ২৯ বছর বয়সেও বাড়ছে উচ্চতা, প্লাস্টিক সার্জারি করাতে কেন চান ৭ ফুট ৪ ইঞ্চির যুবক
আর এবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পরপর পাথর ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করে একদিকে যেমন তদন্ত দাবি করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি বন্দে ভারত ট্রেনে নয়, উপযুক্ত জায়গায় ঢিল মারার নিদানও দিলেন সুকান্ত। কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল  যারা অন্যায়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন সেই সব বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা আবাস যোজনায় বিভিন্ন দুর্নীতির তথ্য প্রমাণ সহ নথি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। যারা  আবাস যোজনায় তৃণমূল নেতাদের হাত ধরে বেআইনিভাবে ঘর পেয়েছেন সেইসব তালিকা বাতিল করার পাশাপাশি কেন্দ্রের টাকা ফেরত নেওয়ার কথাও শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখে। আর এবার সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, হিংসাকে উস্কানি দিচ্ছেন সুকান্তবাবু।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement