২৯ বছর বয়সেও বাড়ছে উচ্চতা, প্লাস্টিক সার্জারি করাতে কেন চান ৭ ফুট ৪ ইঞ্চির যুবক

Last Updated:

Ghana's tallest man: লম্বা হওয়ার প্রক্রিয়া তাঁর শরীরে এখনও বন্ধ হয়নি

২৯ বছর বয়সি সুলেমানা আব্দুল সামেদের উচ্চতা ৭ ফিট ৪ ইঞ্চি৷ আর মাত্র ১ ফুট লম্বা হলেই তিনি উচ্চতায় স্পর্শ করে ফেলবেন সুলতান কোসেনকে৷ তুরস্কের সুলতান কোসেনই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী৷
তিনিই এই মুহূর্তে বিশ্বের উচ্চতম ব্যক্তি৷ প্রাথমিক পর্যায়ে উত্তর ঘানার এক স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয় সুলতানের উচ্চতা ৯ ফিট ৬ ইঞ্চি৷ কিন্তু পরে গ্রামীণ চিকিৎসাকেন্দ্র থেকে জানানো হয় তাঁর উচ্চতার সঠিক পরিমাপ৷
চিকিৎসকরা জানিয়েছেন তিনি জায়গান্টিজম-এ আক্রান্ত৷ লম্বা হওয়ার প্রক্রিয়া তাঁর শরীরে এখনও বন্ধ হয়নি৷ তাঁর ডাকনাম অ্যাউচে৷ বিবিসি-র এক সাংবাদিক তাঁর উচ্চতার পরিমাপ করেন ১৬ ফিট লম্বা ফিতে দিয়ে৷ সুলেমানা আশাবাদী, একদিন তিনিই হবেন বিশ্বের দীর্ঘতম ব্যক্তি৷
advertisement
advertisement
আরও পড়ুন :  চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের
তাঁর কথায়, ‘‘আমি এখনও লম্বা হচ্ছি৷ কে বলতে পারে হয়তো একদিন আমিই সুলতানের উচ্চতায় পৌঁছে যাব৷’’ তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘‘তিন চার মাস পর পর কেউ আমাকে দেখলে তিনি সহজেই বুঝতে পারবেন আমি আগের থেকে লম্বা হয়ে গিয়েছি৷’’
advertisement
উচ্চতার জন্য সুলেমানা তাঁর নিজের গ্রামে সেলেব্রিটি৷ আরও অনেক অর্থ উপার্জন করলে তিনি প্লাস্টিক সার্জারি করাতে চান৷ কারণ একটি পা, গোড়ালি ও পায়ে তাঁর ত্বক সংক্রান্ত সমস্যা আছে৷
অতিরিক্ত উচ্চতার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে৷ তবে তাঁর চেহারা নিয়ে কোনও আক্ষেপ নেই৷ জানিয়েছেন ঈশ্বর তাঁকে যে ভাবে সৃষ্টি করেছেন, তাতেই তিনি খুশি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
২৯ বছর বয়সেও বাড়ছে উচ্চতা, প্লাস্টিক সার্জারি করাতে কেন চান ৭ ফুট ৪ ইঞ্চির যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement