চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের

Last Updated:

Eternal Love: মন ছুঁয়ে যাওয়া এক দম্পতির প্রেমজীবন ভাইরাল হয়েছে চিনের হুনান প্রদেশ থেকে

চিনের সামাজিক মাধ্যম ওয়েইবো-তে তাঁদের কাহিনি এখন ভাইরাল
চিনের সামাজিক মাধ্যম ওয়েইবো-তে তাঁদের কাহিনি এখন ভাইরাল
নিঃশর্ত ভালবাসা বেঁচে থাকে বুঝি উপন্যাসের পৃষ্ঠায় আর সিনেমার পর্দায়৷ আমাদের এই ধারণা চুরমার হয়ে যাওয়ার অবকাশ বেশি একটা মেলে না আজকাল৷ কিন্তু মাঝে মাঝে সেই উজানস্রোতে পাড়ি দেওয়া কিছু ছকভাঙাও ছবিও উঠে আসে৷ সেরকমই মন ছুঁয়ে যাওয়া এক দম্পতির প্রেমজীবন ভাইরাল হয়েছে চিনের হুনান প্রদেশ থেকে৷ চিনের সামাজিক মাধ্যম ওয়েইবো-তে তাঁদের কাহিনি এখন ভাইরাল৷
প্রেমপর্বের সূত্রপাত তিন দশক আগে, ১৯৯২ সালে৷ ২৯ বছর বয়সি সূত্রধর বা কাঠের মিস্ত্রি শু ঝিলির সঙ্গে আলাপ হয় ২১ বছরের পরিযায়ী শ্রমিক হুয়াং কুইয়ুনের সঙ্গে৷ তাঁরা একে অন্যের প্রেমে পড়ে বিয়ে করবেন বলে ঠিক করেন৷ কিন্তু ভাগ্য তাঁদের জন্য অন্য বিধিলিপি ভেবে রেখেছিল হয়তো৷ প্রেমিক যুগল হিসেবে একসঙ্গে যাচ্ছিলেন বাসে৷ গভীর খাদে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের বাস৷ শুয়ের আঘাত সামান্য হলেও হুয়াংয়ের শিরদাঁড়ায় গুরুতর আঘাত লাগে৷ ধীরে ধীরে তিনি পঙ্গু এবং শয্যাশায়ী হয়ে পড়েন৷
advertisement
আরও পড়ুন :  ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর তুষার ঝড়ের ভয়াবহ রূপ! মৃত ৫৯, হিমাঙ্কের বহু নীচে তাপমাত্রা, প্রতি মুহূর্তে প্রাণনাশের আশঙ্কা
হুয়াং যখন হাসপাতালে তখনই শুয়ের বন্ধুরা তাঁকে পরামর্শ দেন সঙ্গিনীকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নেওয়ার জন্য৷ কারণ চলৎশক্তিহীন সঙ্গিনীকে বহন করে নিয়ে যাওয়া কঠিন কাজ৷ কিন্তু বন্ধুদের কথায় কান দেননি শু৷ তিনি ঠিক করেন, জীবন উৎসর্গ করবেন সঙ্গিনীর সেবাতেই৷ সেই যে হাসপাতাল থেকে কোলে করে স্থবির প্রেমিকাকে এনেছিলেন বাড়িতে, তার পর থেকে এখনও পর্যন্ত তাঁর সেবা শুশ্রূষাই জীবনের ধ্যান জ্ঞান৷ গ্রামের বাইরে কোনওদিন যাননি শু৷ সংসার চলে চাষবাস করে৷ দিনভর হাড়ভাঙা পরিশ্রমের পর তিনি চিনা বাদ্যযন্ত্র এরহু বাজান৷ যাতে প্রেমিকার মন ভাল থাকে৷ তাঁদের প্রেমকাহিনি এখন নেটিজেনদের আলোচনার উপজীব্য৷
advertisement
advertisement
খাতায় কলমে শু এবং হুয়াঙের বিয়ে হয়নি৷ কিন্তু দীর্ঘ দিন একসঙ্গে থাকার পর এখন তাঁরা বিয়ের শংসাপত্র চান৷ তবে বিয়ের শিলমোহর পড়ুক, বা না পড়ুক, তাঁদের চিরসবুজ প্রেমে ভাটা পড়েনি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
চিরসবুজ অমর প্রেম! পা রাখেন না গ্রামের বাইরে, ৩০ বছর ধরে পঙ্গু প্রেমিকার সেবা শুশ্রূষাই জীবন প্রেমিকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement