বৃষ্টির জেরে সমস্যার মধ্যে পড়ছেন আলুচাষীরাও। সদর ব্লক থেকে শুরু করে জেলার অনান্য ব্লকে অবস্থা মোটের ওপর একই। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে খবর, এই বর্ষণ এখনই কমার নয়। জেলার নদীগুলিতেও জলস্তর কিছুটা বেড়েছে এই বৃষ্টিতে।
আরও পড়ুনঃ ডুয়ার্সে ডেঙ্গুর থাবা, আক্রান্ত ৭০ জন
advertisement
জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া অফিস প্রদেয় হাইড্রোমেট বুলেটিনে জানানো হয়েছে, উত্তরের নদীগুলির মধ্যে তিস্তা,তোর্ষা, রায়ডাক, জলঢাকা নদীগুলিতে প্রায় সব খন্ডেই বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকালে আবহাওয়া দফতর সূত্রে প্রদেয় তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টাতেই জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৮.০ মিলিমিটার। অন্যদিকে নাগরাকাটা, দোমহনী, নেওড়া, ডায়না, গজলডোবা ও মূর্তিতে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১০.৮ মিলিমিটার, ১৮.৪ মি মি, ১২.০ মিমি, ৭.০ মি মি, ৩.২ মি মি ও ২.৬ মিলিমিটার।
আরও পড়ুনঃ পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে
এরমধ্যে, হাওয়া দফতর হলুদ বিজ্ঞপ্তি জারি করেছে জেলার আবহাওয়ার পূর্বাভাসে। বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ২১ তারিখ সকাল অবধি। যার ফলে বলা যেতেই পারে, বর্ষণের ভ্রুকুটি ও ভোগান্তির মেঘ এখনই সরছেনা জেলাবাসীর কপাল থেকে।
Geetashri Mukherjee