শুক্রবার স্থানীয় মানুষজন এলাকার রেশন ডিলার এম ডি সত্তারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সড়ক হয়। তাঁরা খাদ্য দফতরের মালবাজার অফিস এবং স্থানীয় থানায় ওই রেশন ডিলারের নামে অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীদের অভিযোগ, এই রেশন ডিলার সরকারের নির্দেশ মানে না। দুয়ারে রেশন দেয় না। পাশাপাশি ওজনে কম এবং সব কার্ডে রেশনও দেয় না বলেও গ্রামের মানুষের অভিযোগ। তাছাড়া রেশন দোকান খোলার নির্দিষ্ট কোনও সময় নেই বলে দাবি করেছে এলাকাবাসী।
advertisement
রেশন গ্রাহকরা আরও জানান, ওদলাবাড়ি এলাকায় আরও অন্যান্য রেশন দোকান আছে। কিন্তু কারওর বিরুদ্ধে এমন অভিযোগ নেই। একমাত্র এম ডি সাত্তারের রেশন দোকানের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ উঠছে। প্রশাসন অবিলম্বে কোনও ব্যবস্থা না নিলে তাঁরখ বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন বলেও গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা! ঘটনার পরিণতি জানলে চমকে উঠবেন
গ্রামবাসীদের অভিযোগ পেয়ে মালবাজার থানার পুলিশ ওই রেশন দোকানে এসে খোঁজ খবর নেয়। এদিকে এলাকার মানুষের অভিযোগের কিছুটা সত্যি বলে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার এম ডি সাত্তার। তিনি বলেন," কিছু কিছু জায়গায় দুয়ারে রেশন এখন চালু করেছি। তবে সব জায়গায় দুয়ারে রেশন চালু করতে সমস্যা হচ্ছে।" যদিও তাঁর দাবি, ওজনে কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে ওই রেশন ডিলার দাবি করেন। জানান গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনবেন।
সুরজিৎ দে