Blast In Bengal:  ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা! ঘটনার পরিণতি জানলে চমকে উঠবেন

Last Updated:

ভয়ঙ্কর বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আরও দু'জন গুরুতর আহত হয়েছেন

+
ভয়ঙ্কর

ভয়ঙ্কর বিস্ফোরণ

পূর্ব মেদিনীপুর: বরফ কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। ফের কেঁপে উঠল বাংলা। আর তাতেই মৃত্যু হল খোদ কারখানা মালিকের। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নন্দকুমারের গোদার গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় ওই গ্রামের বরফ কারখানার অ্যাসবেস্টের ছাদ উড়ে যায়। কারখানার বেশ কিছু জিনিস বিস্ফোরণের তীব্রতায় প্রায় ৬০০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কারখানার মালিক চন্দন বর্মনের। স্থানীয় সূত্রে জানা গেছে তাঁর বয়স প্রায় ৩৫ বছর। বাড়িতে স্ত্রী ও তিন কন্যা সন্তান আছে। এছাড়াও আরও দু'জন গুরুতর জখম হয়েছেন।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, ৬-৭ বছর আগে গোদার গ্রামের বাস রাস্তার পাশে বরফ কারখানাটি তৈরি করেছিলেন চন্দন বর্মন। কিন্তু গত এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ ছিল। বরফ তৈরির জন্য প্রয়োজনীয় লিকুইড অ্যামোনিয়া গ্যাসের চেম্বার ঠিকঠাক কাজ করছিল না বলে জানা গিয়েছে। শুক্রবার সেই গ্যাস চেম্বার সারাইয়ের জন্য মিস্ত্রি নিয়ে কারখানায় আসেন চন্দনবাবু। গ্যাস চেম্বার সারাইয়ের সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। পাশেই দাঁড়িয়ে থাকা চন্দন বর্মনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। লিকুইড অ্যামোনিয়া গ্যাসের চেম্বার মেরামতির কাজ করা মিস্ত্রি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ওই সময় কারখানার ভেতরে থাকা এক বৃদ্ধ‌ও আহত হয়েছেন।
advertisement
advertisement
বরফ কারখানার এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দকুমার থানার পুলিশ এসে মৃতদেহ ও আহতদের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সমস্ত নিয়ম মেনে কারখানাটি চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Blast In Bengal:  ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা! ঘটনার পরিণতি জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement