আরও পড়ুন: বোমা বাঁধার সময় বিস্ফোরণ! ইসলামপুরে জখম ১, গ্রামে পুলিশ পিকেট
বিন্নাগুরি কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সুবিত ওঁরাও। নাগরাকাটার সুখানী বস্তির সুলকামোড়ে তার বাড়ি। রবিবার বিকেলে সুবিতরা চার বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে নামে। হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। বাকি তিনজন নদী থেকে উঠে পড়তে পারলেও সুবিত স্রোতের সঙ্গে তলিয়ে যায়।
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলেই এলাকায় ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার একটি দল রবিবার রাত ৯ টা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি চালিয়েও ওই আদিবাসী কিশোরের সন্ধান পায়নি। সোমবার সকালে আবার শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বেলা ১১ টা নাগাদ ওই কিশোরের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য ওই কিশোরের দেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ।
সুরজিৎ দে