মাথাভাঙার বাসিন্দা প্রসেনজিৎ শিলিগুড়ির একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তিনি বাইকে করে মাথাভাঙা থেকেই শিলিগুড়ি যাচ্ছিলেন। কিন্তু রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় পিছন দিক থেকে একটি ডাম্পার এসে তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন প্রসেনজিৎ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: বিয়ের আশীর্বাদের আগের সন্ধেয় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী তরুণী
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় ওই বাইক আরোহী ব্যাঙ্ক কর্মীর কোনও দোষ নেই। ওই ডাম্পারটিই বেপরোয়াভাবে এসে তাঁকে ধাক্কা মেরে চলে যায়। এই দুর্ঘটনার খবর শুনে ছুটে আসে আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই ব্যাঙ্ক কর্মীর দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 8:02 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অফিসে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ব্যাঙ্ক কর্মীর






