Jalpaiguri News: বড় বিপদের মুখে ক্যাপিটাল এক্সপ্রেস! রেললাইনে বিশাল হাতির দল, চালকদের তৎপরতায় অঘটন থেকে রক্ষা

Last Updated:

Jalpaiguri News: চালসা নাগরাকাটা স্টেশনের মাঝে রেললাইনে হাতির দল দেখে তৎপরতা দেখান ক্যাপিটাল এক্সপ্রেসের দুই চালক। বড় দুর্ঘটনা থেকে রক্ষা।

+
রেললাইনে

রেললাইনে হাতির পাল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: রেল লাইনে কারা দাঁড়িয়ে? বুঝতে পেরেই ট্রেন থামিয়ে বহু প্রাণ বাঁচালেন রেলের দুই চালক। উত্তরবঙ্গের রেলপথে এক  দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। ১৩২৪৮ আপ ক্যাপিটাল এক্সপ্রেস চালানোর সময় লোকো পাইলট শ্রী সঞ্জিত সরকার ও সহকারী লোকো পাইলট শ্রী অলোক কুমার সিং তৎক্ষণাত সিদ্ধান্ত নেন।
তাঁরা চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি কিমি ৭১/৬–৭ এলাকায় রেললাইনের ওপর হাতির একটি দল দেখতে পান।পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে চালকদ্বয় সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন এবং সময়মতো ট্রেন থামান। এর ফলে ৮-১০ টি হাতির দলটি নির্বিঘ্নে রেললাইন পার হওয়ার সুযোগ পায়।
advertisement
advertisement
কিছুক্ষণের মধ্যেই সমস্ত হাতি নিরাপদে জঙ্গলমুখী হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং ট্রেন পরিষেবাতেও বড় কোনও বিঘ্ন ঘটেনি। রেল সূত্রে জানা গিয়েছে, লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণের ফলেই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তাঁদের সতর্কতায় একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনই বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই ঘটনাকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দায়িত্বশীলতা ও পরিবেশ সচেতনতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য চালকদের ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বড় বিপদের মুখে ক্যাপিটাল এক্সপ্রেস! রেললাইনে বিশাল হাতির দল, চালকদের তৎপরতায় অঘটন থেকে রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement