প্রকৃতিপ্রেমী চিত্রশিল্পী রাজু দে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকার বাসিন্দা। ছবি আঁকার জন্য নিত্যদিনই যেন প্রকৃতিকে খুঁজে বেড়ান তিনি। এজন্য ব্যাগে রং, তুলি ও ক্যানভাস-সহ মোটরবাইক নিয়ে মাঝে মধ্যেই তিনি বেরিয়ে পড়েন অজানা অচেনা জায়গার উদ্দেশে। পছন্দমতো জায়গা খুঁজে বসে পড়েন ছবি আঁকতে।
আরও পড়ুনঃ গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য বিরাট সুখবর! স্টেশনে দাঁড়াবে নয়া 'এই' ট্রেন
advertisement
এ ভাবেই প্রকৃতিকে খুঁজতে বেরিয়ে অসাধারণ এক ঝর্ণা ধারার খোঁজ পেলেন চিত্রশিল্পী রাজু। জলপাইগুড়ি শহরের খুব কাছেই রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রের পাশেই রয়েছে এই ঝর্ণা ধারা। হঠাৎ করে এই জায়গাটিকে দেখে মনে হবে যেন কোনও পাহাড়ি এলাকার ঝর্ণা। চারদিকে ঘিরে রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এত সুন্দর ও মনোরম একটি জায়গার খোঁজ পেয়ে অভিভূত হয়ে পড়েন চিত্রশিল্পী রাজু। বসে পড়েন ছবি আঁকতে।
ইতিমধ্যেই রাজুর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই মনোরম পরিবেশ দেখার জন্য শহর থেকে অনেকেই ছুটে আসছেন এখানে। চিত্রশিল্পী রাজু বলেন, ছোটবেলা থেকেই ছবি আঁকা তাঁর নেশা। বিশেষ করে প্রকৃতির ছবি আঁকতে ভালোবাসেন তিনি। এজন্য নিত্যদিনই কাছে দূরে প্রকৃতির খোঁজে ছুটে বেড়ান। পছন্দমতো কোনও জায়গা দেখলেই নিজের ক্যানভাসে তা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলেন।
সুরজিৎ দে





