Indian Railways|| গরমের ছুটিতে ডুয়ার্স যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য বিরাট সুখবর! স্টেশনে দাঁড়াবে নয়া 'এই' ট্রেন
- Published by:Shubhagata Dey
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পর্যটকদের জন্য জন্য সুখবর। অবশেষে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হল। আজ থেকে সরাইঘাটট এক্সপ্রেস ট্রেন ধূপগুড়ি স্টেশনে দাঁড়াবে। ইতিমধ্যে ডাইরেক্ট তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে।
জলপাইগুড়ি: পর্যটকদের জন্য জন্য সুখবর। অবশেষে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হল। এ বার থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন ধূপগুড়ি স্টেশনে দাঁড়াবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে।
ধূপগুড়ি-সহ পার্শ্ববর্তী সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের দীর্ঘ দিনের দাবি ছিল যাতে সরাইঘাট এক্সপ্রেস এই স্টেশনে দাঁড়ায়। সেজন্য বহুবার জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়ের কাছে বিভিন্ন ভাবে আবেদন জানিয়েছিল। আবেদনে সাড়া দিয়ে সাংসদ রেল মন্ত্রক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করে ধূপগুড়ি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সাংসদ ডা:জয়ন্ত কুমার রায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে লুকিয়ে রয়েছে 'এক' অজানা রহস্য! জানলে অবাক হবেন
সরাইঘাট এক্সপ্রেস দাঁড়ানোর ফলে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল। জানা গিয়েছে, রেলের সময়সূচি অনুযায়ী, কলকাতাগামী ১২৩৪৬ সরাইঘাট এক্সপ্রেসে ধূপগুড়ি স্টেশনে স্টপেজ সন্ধ্যা ০৬.১৭ মিনিট এবং গুয়াহাটিগামী ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেসের ধূপগুড়ি স্টেশনে স্টপেজ রাত ০২.২২ মিনিট। উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ-সহ ব্যাবসায়ীরা। সুবিধা পাবেন পর্যটকরাও।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 4:56 PM IST

