মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ স্কুলশিক্ষকদের!
- Reported by:Saikat Shee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
স্কুলে ক্লাসের পর সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একত্রিত করে কপালে চন্দনের ফোঁটা দেন এবং প্রদীপ জ্বালিয়ে ধান ও দূর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করেন।
মাত্র একদিন পরেই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক। এবং তার কিছুদিন পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির চাপে যখন ছাত্রছাত্রীরা মানসিকভাবে কিছুটা হলেও উদ্বিগ্ন, ঠিক সেই সময় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত কলাগাছিয়া হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
ফেব্রুয়ারির ২ তারিখ থেকে দিকেই মাধ্যমিক এবং ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে এই স্কুল থেকে প্রায় ৬৬ জন ছাত্রছাত্রী মাধ্যমিক এবং ৫৮ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে। পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে স্কুলের শিক্ষকরা অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করেন।
advertisement
পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীকে শিক্ষকরা একটি করে কলম উপহার দেন, যা ভবিষ্যতের পথে এগিয়ে চলার এক প্রতীকী বার্তা বহন করে। স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস জানান, ''পড়াশোনার পাশাপাশি পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনে জোর বাড়ানো অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। আমরা আশা করি আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী ভাল ফলাফল করবে এবং জীবনে এগিয়ে যাবে।"
advertisement
পরীক্ষার্থী সম্পূর্ণা দাস, সবুজ ভৌমিক, সুপর্না মণ্ডল ও মলয় কর বলেন, "শিক্ষকদের আশীর্বাদ আমাদের সব সময় পাথেয়। পরীক্ষার আগে শিক্ষকেরা ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে আমাদের মনোবল আরও বাড়িয়ে দিলেন।" অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগ নিয়ে ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, বর্তমান সময়ে এমন মানবিক ও মূল্যবোধভিত্তিক উদ্যোগ সত্যিই বিরল এবং প্রশংসার যোগ্য।
advertisement









