advertisement

East Bardhaman News: বই খাতার পাশেই রাখা হাতা-খুন্তি! ক্লাসরুমে বসেই ঘুগনি-দইবড়া বিক্রি, স্কুলের ভিতরে এ এক অনন্য শিক্ষা

Last Updated:

বিদ্যালয়ে এসে ব্যাগ রেখে ব্যাবসা শুরু করল পড়ুয়া!তাদের সাহায্য করতে এগিয়ে এলেন অভিভাবকরাও।বিদ্যালয়ে এসে পড়াশুনা বাদ দিয়ে কেউ বিক্রি করেছন চপ,কেউ বা ঘুগনি আবার কেউ দইবড়া।

+
ফুড

ফুড ফেস্টিভ্যালের ছবি

বর্ধমান, সায়নী সরকার: বিদ্যালয়ে এসে ব্যাগ রেখে ব্যবসা শুরু করল পড়ুয়া! তাদের সাহায্য করতে এগিয়ে এলেন অভিভাবকরাও। বিদ্যালয়ে এসে পড়াশোনা বাদ দিয়ে কেউ বিক্রি করেছন চপ,কেউ বা ঘুগনি আবার কেউ দইবড়া। পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজব কাণ্ড দেখে অবাক সকলে। কিন্তু কেন পড়া ছেড়ে খাবার বিক্রি করছেন পড়ুয়ারা? পড়ুয়াদের পরিশ্রমের মূল্যবোধ শেখাতে, ব্যবসায়িক পাঠ দিতে ও বিদ্যালয়ের অভিনবত্ব আনতে এই বিশেষ উদ্যোগ বলে জানেন শিক্ষক-শিক্ষিকারা।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শিব কুমার হরিজন বিদ্যালয় এদিন ধরা পড়ল এক অভিনব দৃশ্য। প্রথাগত পঠনপাঠনের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা মেতে উঠল সরাসরি ব্যবসায়িক অভিজ্ঞতায়। বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল একদিনের ফুড ফেস্টিভ্যালের আর সেই অনুষ্ঠানেই অংশ গ্রহণ করেন ছাত্রছাত্রীরা থেকে অভিভাবকরা সকলেই। দিন দিন কমে যাচ্ছে সরকারি বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা,তাই ছাত্র-ছাত্রীদের সরকারি বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই বিশেষ উদ্যোগ জানান বিদ্যালয়ের শিক্ষক।
advertisement
advertisement
এদিন মোট ১৫টি স্টল ছিল এই ফুড ফেস্টিভ্যালে। সেখানে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা নিজেদের তৈরি ফুচকা, ঝালমুড়ি, দইবড়া, রোল, কাটলেট, লুচি, ঘুগনি, চা, কফি ইত্যাদি বিক্রি করেন। শিক্ষিকা দেবলীনা চট্টোপাধ্যায় বলেন, ‘‘ছাত্রছাত্রীদের পরিশ্রমের মূল্যবোধ বোঝাতে এবং একইসঙ্গে ব্যবসায়িক পাঠ দিতে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। অনেক সময়ই শিশুরা তাঁদের বাবা-মার পরিশ্রমকে তেমন গুরুত্ব দেয় না। এই ফেস্টিভ্যালের মাধ্যমে এই মূল্যবোধ জাগাতে চেয়েছি আমরা।’’
advertisement
বইয়ের পাতার বাইরে এসে হাতে-কলমে ব্যবসার অভিজ্ঞতা অর্জন এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জনের আনন্দ ভবিষ্যতে পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে আরও বলে আশাবাদী শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি বিদ্যালয়ের এই সৃজনশীল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: বই খাতার পাশেই রাখা হাতা-খুন্তি! ক্লাসরুমে বসেই ঘুগনি-দইবড়া বিক্রি, স্কুলের ভিতরে এ এক অনন্য শিক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement