কোনপাকড়ির মত একটা গ্রামে কেই বা খেয়াল করত যদি সে ব্যাগের টাকা টুকু নিয়ে ফেলে দিত? কিন্তু তা না করে নিজের অভাব থাকলেও সে লোভ করেনি। উলটে যত্ন করে কাগজ পত্র গুলি দেখে ব্যাগ টি রেখেছেন নিজের কাছে যত্ন করে। সে ঠিক করেছে নিজে হাতে তুলে দেবেন তার আসল মালিককে।
advertisement
আরও পড়ুনঃ বহুদিন বন্ধ থাকা পর আবার খুলছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক
এ সমাজে এখন যে সততার উদাহরণ তৈরী করা যায়, কোনপাকড়ি গ্রামের যুবক মিলন বর্মন যেন এমনটা আবার প্রমাণ করে দিলেন। প্রসঙ্গে উল্লেখ্য জলপাইগুড়ি শহরে এক নির্মীয়মাণ বহুতলে কাজ করেন এই সরল সাধাসিধে যুবক, যে দেশে ধকুবেরদেরই অভাব মেটে না সেই দেশের এক গ্রাম্য যুবকের ঘরেও যে অভাব থাকবে এটাই স্বাভাবিক।
আরও পড়ুনঃ রাতভর মুষলধারায় বৃষ্টি! ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা
তবে সেই অভাবের কাছে হার না মেনে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ম্যানি ব্যাগ পেয়ে তা সঠিক ব্যাক্তির হাতে তুলে দিতে নিজেই সংবাদ মাধ্যমের সাহায্যে চাইলেন।
ব্যাগটি ফেরত পেতে উপযুক্ত প্রমাণ দিয়ে যোগাযোগ করুন-
কোনপাকড়ি, সদর ব্লক, জলপাইগুড়ি
ফোন - ৬৭৬৮৪৯৬৪৯৭
Geetashree Mukherjee





