TRENDING:

Jalpaiguri: হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক

Last Updated:

জলপাইগুড়ির অদূরে কোনপাকড়ি গ্রাম। সেই গ্রামের বাসিন্দা মিলন বর্মণ। রবিবার পথে তিনি আচমকাই পড়ে থাকতে দেখেন একটা মানিব্যাগ। অথচ আশেপাশে কেউ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়িঃ জলপাইগুড়ির অদূরে কোনপাকড়ি গ্রাম। সেই গ্রামের বাসিন্দা মিলন বর্মণ। রবিবার পথে তিনি আচমকাই পড়ে থাকতে দেখেন একটা মানিব্যাগ। অথচ আশেপাশে কেউ নেই। হয়তো কেউ ভুলে ফেলে গেছে বা পড়ে গেছে। কোনো অসাধু ব্যক্তি পেলে তুলেও নিয়ে চম্পট দিতে পারে, এই ভয়ে তাড়াতাড়ি করে সে ব্যগটা তুলে নেয়। কিন্তু ব্যাগ তুলে নিতেই তার চক্ষু চড়কগাছ। ব্যাগ ভর্তি রয়েছে পাচশো টাকার নোট, গুরুত্বপূর্ণ নথি এবং এটি এম কার্ডে। এদিকে মালিকের কোনো দেখা নেই। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন, যার ব্যাগ তিনি তাকেই নিজে হাতে তুলে দেবেন এই ব্যাগ।আশ্চর্যের বিষয় হল, সামান্য দিন আনি দিন খাই প্রকৃতির একজন ব্যক্তি যে কেবল এই ব্যাগটির জন্য সময় নষ্ট করেছেন কেবল তাই নয়।
advertisement

কোনপাকড়ির মত একটা গ্রামে কেই বা খেয়াল করত যদি সে ব্যাগের টাকা টুকু নিয়ে ফেলে দিত? কিন্তু তা না করে নিজের অভাব থাকলেও সে লোভ করেনি। উলটে যত্ন করে কাগজ পত্র গুলি দেখে ব্যাগ টি রেখেছেন নিজের কাছে যত্ন করে। সে ঠিক করেছে নিজে হাতে তুলে দেবেন তার আসল মালিককে।

advertisement

আরও পড়ুনঃ বহুদিন বন্ধ থাকা পর আবার খুলছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক

এ সমাজে এখন যে সততার উদাহরণ তৈরী করা যায়, কোনপাকড়ি গ্রামের যুবক মিলন বর্মন যেন এমনটা আবার প্রমাণ করে দিলেন। প্রসঙ্গে উল্লেখ্য জলপাইগুড়ি শহরে এক নির্মীয়মাণ বহুতলে কাজ করেন এই সরল সাধাসিধে যুবক, যে দেশে ধকুবেরদেরই অভাব মেটে না সেই দেশের এক গ্রাম্য যুবকের ঘরেও যে অভাব থাকবে এটাই স্বাভাবিক।

advertisement

View More

আরও পড়ুনঃ রাতভর মুষলধারায় বৃষ্টি! ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা

তবে সেই অভাবের কাছে হার না মেনে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ম্যানি ব্যাগ পেয়ে তা সঠিক ব্যাক্তির হাতে তুলে দিতে নিজেই সংবাদ মাধ্যমের সাহায্যে চাইলেন।

ব্যাগটি ফেরত পেতে উপযুক্ত প্রমাণ দিয়ে যোগাযোগ করুন-

কোনপাকড়ি, সদর ব্লক, জলপাইগুড়ি

advertisement

ফোন - ৬৭৬৮৪৯৬৪৯৭

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল