রমা রায় জানায় আলট্রাসনোগ্রাম করে জানলাম,পেটে দুজন নয়, আছে তিনজন। প্রথমত ভয় পেয়েছিলাম, খুশিও হয়েছিলাম। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব তিনজনকে একসঙ্গে। বিয়ের ৮ বছর পর ৮ মাসে বাচ্চা জন্ম দুই লক্ষ্মী, এক কার্তিক। খুব ভালো লাগছে তিনজনই ভালো আছে। গত ২৭ তারিখ শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে এই তিন সন্তানের জন্ম হয়। প্রয়াস,প্রত্যাশা ও প্রত্যুষা।
advertisement
আরও পড়ুনঃ পরপর তিনবার একই ব্যাঙ্কে চুরি! তদন্তে নামল পুলিশ
বাবা বিকাশ রায় জানায় ৮ বছর আগে রমা রায়ের সাথে বিয়ে হয়। বহু দিন পর সন্তান পেলাম তাও আবার একসঙ্গে তিনটি, এর আগে কোনো সন্তান ছিল না। পরিবারে আমি সহ সকলে খুশী। ভালো লাগছে এই ভেবে । ২৭ তারিখে মধ্যে রাতে তিন সন্তান জন্ম নেয়, এক মিনিট এক মিনিট। জানা যায় বিয়ের ৮ বছর পর একসাথে তিন সন্তানের মুখ দেখলেন।
advertisement
Surajit Dey
Location :
First Published :
October 11, 2022 12:02 AM IST