TRENDING:

Jalpaiguri News: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!

Last Updated:

ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীতে রমা রায় নামের ৩৩ বছর বয়সের একজন প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের দুই মেয়ে একটি ছেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীতে রমা রায় নামের ৩৩ বছর বয়সের একজন প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন সন্তানের দুই মেয়ে একটি ছেলে। পরিবার সন্তানদের নাম রেখেছে প্রয়াস ,প্রত্যাশা ও প্রত্যুষা। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে অনেকেই ওই বাড়িতে দেখতে আসেন।
advertisement

 

 

রমা রায় জানায় আলট্রাসনোগ্রাম করে জানলাম,পেটে দুজন নয়, আছে তিনজন। প্রথমত ভয় পেয়েছিলাম, খুশিও হয়েছিলাম। এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব তিনজনকে একসঙ্গে। বিয়ের বছর পর মাসে বাচ্চা জন্ম দুই লক্ষ্মীএক কার্তিক। খুব ভালো লাগছে তিনজনই ভালো আছে। গত ২৭ তারিখ শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে এই তিন সন্তানের জন্ম হয়। প্রয়াস,প্রত্যাশা প্রত্যুষা।

advertisement

View More

আরও পড়ুনঃ পরপর তিনবার একই ব্যাঙ্কে চুরি! তদন্তে নামল পুলিশ

বাবা বিকাশ রায় জানায় বছর আগে রমা রায়ের সাথে বিয়ে হয়। বহু দিন পর সন্তান পেলাম তাও আবার একসঙ্গে তিনটি, এর আগে কোনো সন্তান ছিল না। পরিবারে আমি সহ সকলে খুশী। ভালো লাগছে এই ভেবে ২৭ তারিখে মধ্যে রাতে তিন সন্তান জন্ম নেয়, এক মিনিট এক মিনিট। জানা যায় বিয়ের বছর পর একসাথে তিন সন্তানের মুখ দেখলেন।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল