ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুমোহন রায় বলেন, "এটা আমাদের স্কুলের জন্য গর্বের বিষয়। আমাদের স্কুলের ছাত্রী কুস্তিতে ন্যাশনাল খেলতে যাচ্ছে। কিছু দিন আগে রাজ্য স্তরে এক জন প্রথম এবং আর একজন তৃতীয় হয়েছে।" এ ব্যাপারে মমতার মাঝি বলে, কিছুদিন আগে কলকাতায় জাতীয় স্তরে কুস্তি প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি এবং মমতা মাঝি তৃতীয় হয়েছে। আমরা ন্যাশনাল খেলার সুযোগ পেয়েছি। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার।
advertisement
আরও পড়ুনঃ সহকর্মীর আত্মহত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন আশা কর্মীরা
আমাদের অনুশীলন করার সেরকম পরিকাঠামো নেই। তবু আমাদের কোচ আশিষ শীল, আমাদের গাজোলডোবায় এবং কোলকাতায় অনুশীলন করিয়ে যাচ্ছেন। আমাদের আশা ন্যাশনালেও আমরা ভাল ফল করবো। আগামী ২২-২৩ ডিসেম্বর মহারাষ্ট্রে আমাদের ন্যাশনাল খেলা হবে। ২০ ডিসেম্বর আমরা রওনা দেবো। ওদলাবাড়ির মত ছোট্ট জায়গা থেকে এই দুই ছাত্রীর সাফল্যে খুশি সকলেই। ন্যাশনালেও যাতে তারা সাফল্য লাভ করে, সেই দিকেই তাকিয়ে জেলার মানুষ।
Surajit Dey