মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই নির্দিষ্ট বাড়ি এবং তার বাসিন্দাদের কাছে সাপের উপদ্রব বরাবরই ছিল আতঙ্কের কারণ৷ সে জন্য ওই ব্যক্তি ঠিক করেছিলেন কয়লা দিয়ে ধোঁয়া তৈরি করে সাপ তাড়াবেন৷ কিন্তু ভুল করে দাহ্যপদার্থর কাছে রেখে ফেলেন কয়লা৷ ফলে আগুন ধরে যেতে সময় লাগেনি৷
আরও পড়ুন : বিয়ের দিন বিপর্যয়! হাসি-খুশি নববধূ কয়েক সেকেন্ডের মধ্যেই বমি করে বাঁধিয়ে ফেললেন ধুন্ধুমার কাণ্ড!
advertisement
মন্টগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের মুখপাত্র পিট পিরিঙ্গার সামাজিক মাধ্যমে এই অগ্নিকাণ্ডের একাধিক ছবি শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে পুরো সম্পত্তি চলে গিয়েছে আগুনের গ্রাসে৷ তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ সাপেদের কী হল শেষ অবধি, জানা যায়নি সেটিও৷
আরও পড়ুন : পাকিস্তান মুখ ফিরিয়েছে, ভারতও ঠাঁই দেয়নি! আটারি সীমান্তে পাক মায়ের কোলে জন্ম হল 'বর্ডারের'...
ট্যুইটারে এই পোস্ট দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া৷ ছড়িয়ে পড়েছে বেশ কিছু মিম-ও৷ কোনও নেটিজেনের প্রশ্ন, সাপ তাড়ানোর জন্য সর্পবিশারদের সাহায্য নেওয়া হল না কেন? বন্যপ্রাণ সচেতন কোনও নেটিজেনের আবার দাবি, সাপেদের স্বার্থে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল বাসিন্দাদেরই৷ তবে কোন কোনও আতঙ্কিত নেটিজেনের বক্তব্য, তাঁর বাড়িতে সাপের উপদ্রব হলে তিনিও এই একই কাজ করতেন! অন্যদিকে এক জন রসিকতা করে বলেছেন, সাপের দল অক্ষত থাকলে এ বার বাড়ির মালিকানার নথিপত্র পাওয়া উচিত তাদেরই!
আরও পড়ুন : 'সলমন খান দারুণ'! বলিউড কতটা ভালোবাসেন খোলাখুলি বললেন তানজানিয়ার ভাইরাল যুবক কিলি পল
জানা গিয়েছে, বাড়ির বেসমেন্টে আগুন প্রথমে লাগে৷ তার পর বহুতলটিতে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে৷ তবে সে সময় বাড়িতে কেউ ছিলেন না৷ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর ফলে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ মিলিয়ন ডলার৷ সম্প্রতি বাড়িটি কেনা হয়েছিল ১.৮ মিলিয়ন ডলারে৷