TRENDING:

USA Home : সাপ তাড়াতে ১.৮ মিলিয়নে সদ্য কেনা বাড়ি আগুনে জ্বালিয়ে ফেললেন এক ব্যক্তি

Last Updated:

USA Home : ১০ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত তাঁর এই স্থাবর সম্পত্তির মূল্য ছিল প্রায় ১.৮ মিলিয়ন ডলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরিল্যান্ড : নিজেকে নিরাপদে রাখতে মানুষ চেষ্টার ত্রুটি রাখে না৷ মাঝে মাঝে সে চেষ্টায় নিজের ক্ষতিও ডেকে আনে সে৷ এই ধরনের একটি ঘটনা ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে (Maryland of USA)৷ সাপের উপদ্রব থেকে বাঁচতে এক স্থানীয় বাসিন্দা তাঁর বসতবাড়িতে আগুনই ধরিয়ে ফেললেন! ১০ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত তাঁর এই স্থাবর সম্পত্তির মূল্য ছিল প্রায় ১.৮ মিলিয়ন ডলার৷
advertisement

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই নির্দিষ্ট বাড়ি এবং তার বাসিন্দাদের কাছে সাপের উপদ্রব বরাবরই ছিল আতঙ্কের কারণ৷ সে জন্য ওই ব্যক্তি ঠিক করেছিলেন কয়লা দিয়ে ধোঁয়া তৈরি করে সাপ তাড়াবেন৷ কিন্তু ভুল করে দাহ্যপদার্থর কাছে রেখে ফেলেন কয়লা৷ ফলে আগুন ধরে যেতে সময় লাগেনি৷

আরও পড়ুন : বিয়ের দিন বিপর্যয়! হাসি-খুশি নববধূ কয়েক সেকেন্ডের মধ্যেই বমি করে বাঁধিয়ে ফেললেন ধুন্ধুমার কাণ্ড!

advertisement

মন্টগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের মুখপাত্র পিট পিরিঙ্গার সামাজিক মাধ্যমে এই অগ্নিকাণ্ডের একাধিক ছবি শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে পুরো সম্পত্তি চলে গিয়েছে আগুনের গ্রাসে৷ তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ সাপেদের কী হল শেষ অবধি, জানা যায়নি সেটিও৷

আরও পড়ুন : পাকিস্তান মুখ ফিরিয়েছে, ভারতও ঠাঁই দেয়নি! আটারি সীমান্তে পাক মায়ের কোলে জন্ম হল 'বর্ডারের'...

ট্যুইটারে এই পোস্ট দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া৷ ছড়িয়ে পড়েছে বেশ কিছু মিম-ও৷ কোনও নেটিজেনের প্রশ্ন, সাপ তাড়ানোর জন্য সর্পবিশারদের সাহায্য নেওয়া হল না কেন? বন্যপ্রাণ সচেতন কোনও নেটিজেনের আবার দাবি, সাপেদের স্বার্থে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল বাসিন্দাদেরই৷ তবে কোন কোনও আতঙ্কিত নেটিজেনের বক্তব্য, তাঁর বাড়িতে সাপের উপদ্রব হলে তিনিও এই একই কাজ করতেন! অন্যদিকে এক জন রসিকতা করে বলেছেন, সাপের দল অক্ষত থাকলে এ বার বাড়ির মালিকানার নথিপত্র পাওয়া উচিত তাদেরই!

advertisement

advertisement

আরও পড়ুন : 'সলমন খান দারুণ'! বলিউড কতটা ভালোবাসেন খোলাখুলি বললেন তানজানিয়ার ভাইরাল যুবক কিলি পল

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

জানা গিয়েছে, বাড়ির বেসমেন্টে আগুন প্রথমে লাগে৷ তার পর বহুতলটিতে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে৷ তবে সে সময় বাড়িতে কেউ ছিলেন না৷ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর ফলে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ মিলিয়ন ডলার৷ সম্প্রতি বাড়িটি কেনা হয়েছিল ১.৮ মিলিয়ন ডলারে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
USA Home : সাপ তাড়াতে ১.৮ মিলিয়নে সদ্য কেনা বাড়ি আগুনে জ্বালিয়ে ফেললেন এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল