Viral Video: বিয়ের দিন বিপর্যয়! হাসি-খুশি নববধূ কয়েক সেকেন্ডের মধ্যেই বমি করে বাঁধিয়ে ফেললেন ধুন্ধুমার কাণ্ড!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Viral Video, Bride vomits during Wedding: বছর ২৩-এর ডার্নেল তাঁর বিয়ের একটি TikTok ভিডিও শেয়ার করে এই দুর্ঘটনার কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন।
#কলকাতা: বিবাহে বিপর্যয়! হাসি-খুশি নববধূ কয়েক সেকেন্ডের মধ্যেই বমি করে ঢলে পড়তে চলেছিলেন মৃত্যুর কোলে।
সম্প্রতি একটি ট্রেন্ডিং ভিডিওতে নব বিবাহিত হোলি লিনিয়া-কোলেন্ডা ডারনেলকে (Hollee Lynnea Kolenda Darnell) তাঁদের বিয়ের দিনই চরম অপ্রস্তুত হতে দেখা যায়। পরে লিনিয়া এই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, ‘‘আমি আমার স্বামীকে অনেকবার বলার চেষ্টা করেছি যে, আমার শরীর ভালো লাগছে না। কিন্তু ও ভেবেছে আমি বোধ হয় মজা করছি।’’ বছর ২৩-এর ডার্নেল তাঁর বিয়ের একটি TikTok ভিডিও শেয়ার করে এই দুর্ঘটনার কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন।
advertisement
advertisement
ওই ক্লিপটিতে একটি দৃশ্যে ডারনেলকে তাঁর বর জ্যাকসনের (Jackson) হাত আঁকড়ে ধরে থাকতে দেখা যায়, ক্লিপিংয়ে TikTok ভিডিওতে যাচ্ছে ডারলেন তাঁর স্বামীকে ক্রমাগত অসুস্থতার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। এই ভিডিও এতটাই ট্রেন্ডিং হয়েছে যে প্রায় ৩.৭ মিলিয়নেরও বেশি দর্শক এই ভিডিওটি দেখেছেন।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সময় ঠিক যখন ধর্মযাজক তাঁদের তাদের পবিত্র বিবাহের কাজ শুরু করবেন তখনই ডারলেন তাঁর স্বামীর বাহুতে লুটিয়ে পড়েন।
"তুমি ঠিক আছো?" জ্যাকসনের প্রশ্নের উত্তর না মিলতেই সজাগ হন স্বামী, দ্রুত চিকিৎসার জন্য এগিয়ে আসে ধর্মযাজকও, ডারলেনের মুখে বাতাস করার চেষ্টা করেন তিনি।
advertisement
যদিও শেষ পর্যন্ত কী হয়েছিল তা দর্শকদের পক্ষে জানা সম্ভব হয়নি, কেন না ক্যামেরা ততক্ষণে বর-কনের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। তবে এমন ঘটনায় হকচকিয়ে গিয়েছেন অনেক দর্শক। পরে অবশ্য ডার্নেলের এরকম আকস্মিক অসুস্থতার আবহাওয়ার আর্দ্রতাকে দায়ী করেছেন অনেকেই।
advertisement
সুস্থ হওয়ার পর লিনিয়া একটি মেসেজ শেয়ার করে পুরো ঘটনার কথা জানান, ‘আমি আমার স্বামীকে বলার চেষ্টা করছিলাম যে আমার শরীর ভালো লাগছে না কিন্তু ও ভেবেছিল যে আমি ঠাট্টা করছি। তার পর যখন আমি বমি করতে আরম্ভ করি তখন ওর হুঁশ ফেরে।’ নিজের অসুস্থতার কথা ব্যাখ্যা করে লিনিয়া জানান, "আমি খুব ডিহাইড্রেটেড ছিলাম এবং সারা দিন কিছু খাইনি বা জলও পান করিনি, এই জন্যই হয় তো এমনটা ঘটেছে।"
advertisement
ডারনেল এবং তার স্বামী জ্যাকসন হানিমুনে যাওয়ার যে পরিকল্পনাও করে রেখেছিলেন, তাতে অবশ্য কোনও বাধা আসেনি, সেই পরিকল্পনা সফল হয়েছে। তবে ডারনেল এবং জ্যাকসন সারা জীবন বলার মতো একটা গল্প পেলেন বটে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 4:24 PM IST