TRENDING:

War in Ukraine: যুদ্ধহানায় প্রাণ গেলে যাক, পোষ্যদের ছেড়ে নড়তে নারাজ ইউক্রেনবাসী

Last Updated:

War in Ukraine: আকাশপথে হামলা (Russia Ukraine war) থেকে পোষ্যদের বাঁচাতে তাঁরা আশ্রয় নিচ্ছেন সাবওয়ে স্টেশনে৷ এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে সকলের একটাই কথা৷ জীবন যায় যাক, পোষ্যকে ছেড়ে যাব না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিয়েভ: রুশ আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে ছুটছেন ইউক্রেনবাসী৷(War in Ukraine) গত কয়েক দিন ধরে এটাই চেনা ছবি যুদ্ধ ধ্বস্ত ইউক্রেনের৷ যাঁদের পোষ্য আছে, তাঁদের কাছে বাঁচার লড়াই আরও কঠিন৷ কারণ তাঁরা নিজেদের থেকেও উদ্বিগ্ন পোষ্যদের নিয়ে৷
War in Ukraine
War in Ukraine
advertisement

আকাশপথে হামলা (Russia Ukraine war) থেকে পোষ্যদের বাঁচাতে তাঁরা আশ্রয় নিচ্ছেন সাবওয়ে স্টেশনে৷ এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে সকলের একটাই কথা৷ জীবন যায় যাক, পোষ্যকে ছেড়ে যাব না৷

ভারতীয় ছাত্র ঋষভ কৌশিকের ভিডিও বার্তা তো ইতিমধ্যেই ভাইরাল৷ আদতে দেহরাদূনের ছেলে ঋষভ গত তিন বছর ধরে ইউক্রেনে ডাক্তারি পড়ছেন৷ ভিডিও শেয়ার করে জানিয়েছেন পোষ্য মালিবু-কে ছাড়া তিনি কিছুতেই বাড়ি ছেড়ে যাবেন না৷

advertisement

আরও পড়ুন : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত

ঋষভের ইউক্রেন ছেড়ে যাওয়ার বন্দোবস্ত হয়ে গিয়েছে৷ কিন্তু বাধা দেখা দিয়েছে সারমেয় মালিবুর জন্য৷ তাকে নিয়ে দেশ ছাড়ার উপায় নেই আপাতত৷ তাই ঋষভ জানিয়েছেন তিনিও ইউক্রেন ছেড়ে যাবেন না৷ গত ২৬ ফেব্রুয়ারি ভিডিও শেয়ার করে এই বার্তা দেন তিনি৷

advertisement

advertisement

আরও পড়ুন : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন

সাংবাদিক এরিন ব্রুনেটের বার্তাও মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ ভিভ শহরে তিনি একটি ক্যাট কাফেো চালান৷ জানিয়েছেন, তিনি ভিভে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন৷ কারণ ২০ টি পালিত বিড়ালের দেখভালের দায়িত্ব আছে তাঁর উপর৷

advertisement

আরও পড়ুন : চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের

পশুপ্রেমী বিভিন্ন সংস্থা আর্জি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জীবজন্তুদেরও রক্ষা করা হোক৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইতিমধ্যে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়ার মতো দেশগুলি ইউক্রেনীয়দের তাঁদের পোষ্যদের আনার অনুমতি দিয়েছেন৷ এমনকী, প্রয়োজনীয় ভেটেরিনারি পেপারওয়ার্ক ছাড়াই এই অনুমতি দেওয়া হচ্ছে৷ পশু অধিকার রক্ষা কমিটিগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: যুদ্ধহানায় প্রাণ গেলে যাক, পোষ্যদের ছেড়ে নড়তে নারাজ ইউক্রেনবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল