Hair Spa : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত

Last Updated:

আধঘণ্টা পর হেয়ার মাসাজ এবং তার পর হেয়ার মাস্কের পালা৷ (Hair Spa could be harmful if not treated properly)

চুল ভাল রাখতে হেয়ার স্পা-এর তুলনা নেই৷ ক্ষতিগ্রস্ত চুলে জীবন ও চাকচিক্য ফিরিয়ে আনে স্পা (Hair Spa)৷ চুলের বৃদ্ধি বজায় রেখে দূর করে খুসকির সমস্যা৷ বাড়িতে হেয়ার স্পা করা সোজা৷ প্রথমে শ্যাম্পু করে নিতে হবে৷ তার পর তোয়ালে দিয়ে মুছে নিয়ে হেয়ারক্রিম লাগাতে হবে৷ আধঘণ্টা পর হেয়ার মাসাজ এবং তার পর হেয়ার মাস্কের পালা৷ (Hair Spa could be harmful if not treated properly)
এর পর স্টিমারের সাহায্যে চুলে স্টিম বা ভাপ দিন৷ এর ফলে স্কিন পোরস-এর মুখ খুলে যেতে সাহায্য করে৷ পরের ধাপে চুলে কন্ডিশনার দিন৷ নতুন চুল জন্মানোর পাশাপাশি চুল নরম, মোলায়েম হয় স্পা-এর গুণে৷ স্ক্যাল্পের ত্বকে আর্দ্রতা যোগ করে স্পা৷ তবে স্পা করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে৷
আরও পড়ুন : যৌনক্ষমতা বাড়িয়ে জীবন মসৃণ রাখতে চান? পুরুষরা ডায়েটে রাখুন রসুন
# হেয়ার স্পা-র উপকরণগুলির মান যেন ভাল হয়
advertisement
advertisement
# প্রথম বার স্পা করলেই কিন্তু চুলে তার প্রভাব ধরা পড়বে না৷ দু-তিন বার স্পা করার পরই চুলের জেল্লা ধরা পড়বে৷ অনেকের চুলে ছ’ বার অবধি স্পা করতে হয়৷ চুলের গুণমানের উপর নির্ভর করে স্পায়ের জেল্লা৷
# স্পা করার আগে চুলের টেকশ্চার দেখে নিন৷ তেলতেলে এবং শুষ্ক চুলের স্পায়ের পদ্ধতি হবে আলাদা৷
advertisement
আরও পড়ুন : সাধারণ উপকরণের এই পানীয়গুলিতে চুমুক দিন, ওজন কমবে চোখের নিমেষে
# স্পায়ের কোনও উপকরণ থেকে অ্যালার্জি হচ্ছে কিনা, আগেই দেখে নিন সেটাও
# স্পায়ের জন্য সময় দিন৷ কোনও পর্বেই তাড়াহুড়ো করবেন না৷
# খুসকি থাকলে চুলে তেল দেবেন না৷ সেক্ষেত্রে বেছে নিন ড্রাই স্পা ট্রিটমেন্ট৷
আরও পড়ুন : শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান
# চুল শুষ্ক হলে ডিম, হেনা, টকদইয়ের মতো উপকরণের সাহায্য নিন৷ স্পায়ের আগে বা পরে হিটিং বা স্টাইলিং উপকরণ ব্যবহার করবেন না৷
advertisement
# স্পায়ের শেষে হেয়ার মাস্কের কথা ভুলবেন না৷ প্রতি ৩ থেকে ৪ মাসে এক বার অন্তত হেয়ার স্পা করান৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Spa : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement