TRENDING:

Thailand Cambodia Border Tension: থাই সেনার মৃত্যু, আকাশপথে হামলা! থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের চরম উত্তেজনা

Last Updated:

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচিয়াতা পাল্টা দাবি করেছেন, সীমান্তবর্তী প্রিয়াহ ভিহিয়ার এবং ওড্ডার মিনচে প্রদেশে প্রথমে থাই সেনাই হামলা চালায়৷

advertisement
দু দেশের সেনার মধ্যে নতুন করে সংঘর্ষের জেরে ফের উত্তেজনা ছড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে৷ সংঘর্ষে একজন থাই সেনার মৃত্যুও হয়েছে৷ আহত হয়েছেন আরও কয়েকজন৷ পাল্টা আকাশপথে হামলা চালিয়েছে থাইল্যান্ডও৷ দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে৷
থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা৷ ছবি- এপি
থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা৷ ছবি- এপি
advertisement

থাই সেনার মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারি জানিয়েছেন সোমবার ভোরে উবন রাতচাথানি প্রদেশে কম্বোডিয়ার সেনা থাই বাহিনীর উপরে গুলিবর্ষণ করতে শুরু করে৷ থাইল্যান্ডের ওই সেনা মুখপাত্রের দাবি, এই গুলিবর্ষণের ফলে তাঁদের একজন সেনার মৃত্যুর পাশাপাশি চার জন সেনা আহতও হয়েছেন৷

যদিও থাইল্যান্ডের এই অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়া৷ কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচিয়াতা পাল্টা দাবি করেছেন, সীমান্তবর্তী প্রিয়াহ ভিহিয়ার এবং ওড্ডার মিনচে প্রদেশে প্রথমে থাই সেনাই হামলা চালায়৷

advertisement

পরে অবশ্য আকাশপথে হামলা চালানোর কথা স্বীকার করে নেয় থাইল্যান্ড৷ থাইল্যান্ডের বায়ুসেনার মুখপাত্র দাবি করেন, সীমান্ত লাগোয়া এলাকায় কম্বোডিয়ার সামরিক কসরতের জবাব দিতেই এই হামলা চালানো হয়৷ থাই বায়ুসেনার অভিযোগ, কম্বোডিয়ার এই সামরিক কার্যকলাপে থাইল্যান্ডের জাতীয় সুরক্ষা এবং সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল৷

থাই সেনার দাবি, সীমান্ত লাগোয়া এলাকায় নতুন করে অস্ত্র মজুত করার পাশাপাশি নিজেদের বাহিনীকে আক্রমণাত্মক অবস্থানে মোতায়েন করতে শুরু করে কম্বোডিয়া৷ একই সঙ্গে গোলাবারুদও মজুত করা হয়৷ কম্বোডিয়া সেনার এই গতিবিধিকে সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবেই ধরে নেয় থাই সেনা৷ কম্বোডিয়ার সেনাকে নিরস্ত্র করতে ন্যূনতম প্রত্যাঘাত করা হয়েছে বলে দাবি করে রয়্যাল থাই এয়ার ফোর্স৷ থাই বায়ুসেনার অবশ্য দাবি,আন্তর্জাতিক নিয়ম মেনে শুধুমাত্র সামরিক পরিকাঠামোগুলিকেই নিশানা করা হয়৷

advertisement

গত জুলাই মাসেই সামরিক সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়া৷ সেই সংঘর্ষে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির পাশাপাশি সীমান্ত এলাকার বহু মানুষ ঘরছাড়া হন৷ শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত অক্টোবর মাসে মালয়েশিয়ায় শান্তি চুক্তিতে সই করে দুই দেশ৷ তার পর কিছু দিন দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকলেও গত মাস থেকেই ফের দু দেশের মধ্যে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে শুরু করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২১০ টাকা খরচ করে ঘুরে গেল ভাগ্যের চাকা! খেতমজুরের জীবনে অভাবের দিন শেষ
আরও দেখুন

ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেভাবে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে অবিলম্বে কূটনৈতিক পথে উদ্যোগ না নিলে থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ আরও বড় আকার নিতে চলেছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Thailand Cambodia Border Tension: থাই সেনার মৃত্যু, আকাশপথে হামলা! থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের চরম উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল