Lottery : ২১০ টাকা খরচ করে ঘুরে গেল ভাগ্যের চাকা! খেতমজুরের জীবনে অভাবের দিন শেষ, কাজ থেকে বাড়ি ফিরে যা দেখলেন...
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Dear Lottery : অজিত বাউরী। বাড়ি মানবাজার এক নম্বর ব্লকের জিতুজুড়ি গ্রামে। ২১০ টাকার লটারির টিকিট কেটেছিলেন তিনি। আর তাতেই বদলে গেল তার জীবন। বাড়ি ফিরে লটারির রেজাল্ট দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁর।
মানবাজার , পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : ভাগ্য পরীক্ষা করতে গিয়েই বদলে গেল ভাগ্যের চাকা। রাতারাতি কোটিপতি হলেন এক ক্ষেত মজুর। নাম অজিত বাউরী। বাড়ি মানবাজার এক নম্বর ব্লকের জিতুজুড়ি গ্রামে। ২১০ টাকার লটারির টিকিট কেটেছিলেন তিনি। আর তাতেই বদলে গেল তার জীবন। বাড়ি ফিরে লটারির রেজাল্ট দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁর।
প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতে নেন তিনি। কিন্তু বিপুল অর্থ লাভ করতেই চিন্তার ভাঁজ পড়ে যায় তার কপালে। নিরাপত্তার জন্য তিনি মানবাজার থানার পুলিশের দ্বারস্থ হন। ভবিষ্যতে লটারি থেকে পাওয়া এই কোটি টাকা দিয়ে তিনি কী করবেন তার কোনও নির্দিষ্ট পরিকল্পনা আপাতত করে উঠতে পারেননি।
এই বিষয়ে অজিত বাউরী বলেন, তিনি খেত মজুরের কাজ করেন। মাঝে মধ্যেই ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কাটেন। হঠাৎ করেই ভাগ্যের চাকা বদলে যায় তাঁর।
advertisement
advertisement
তিনি ভাবতেই পারেননি লটারি টিকিটে ১ কোটি টাকা পুরস্কার পেতে পারেন। এই মুহূর্তে লটারিতে জেতা টাকা দিয়ে তিনি কী করবেন তার সিদ্ধান্ত না নিতে পারেননি। তিনি আশা করছেন আগামী দিনে তাঁর জীবন ভালভাবেই কাটবে। অজিত বাবুর ভাই প্রসেনজিৎ বাউরী বলেন, দাদার জন্য তিনি খুশি। পরিবারের যে সমস্ত আর্থিক সমস্যা ছিল সেই সব সমস্যার সমাধান হবে বলেই আশা রাখছেন তিনি।
advertisement
আরও পড়ুন- ঝাড়গ্রামে শীতের জমাটি আমেজ! পারদ কি আরও নামবে! যা জানাচ্ছে আবহাওয়া দফতর
মাত্র ২১০ টাকার লটারি টিকিট। রাতারাতি ভাগ্যের চাকা বদলে গেল এক দিনমজুর কৃষকের। খুশির হাওয়া গোটা এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
December 08, 2025 10:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery : ২১০ টাকা খরচ করে ঘুরে গেল ভাগ্যের চাকা! খেতমজুরের জীবনে অভাবের দিন শেষ, কাজ থেকে বাড়ি ফিরে যা দেখলেন...
