TRENDING:

Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর

Last Updated:

New York House Fire: নিউ ইয়র্কে আগুন লাগার ঘটনায় পুড়ে মৃত্যু ২৪ বছর বয়সী ভারতীয় তরুণীর৷ মৃত তরুণীর নাম সাহাজা রেড্ডি উদুমালা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে আগুন লাগার ঘটনায় পুড়ে মৃত্যু ২৪ বছর বয়সী ভারতীয় তরুণীর৷ মৃত তরুণীর নাম সাহাজা রেড্ডি উদুমালা৷ তেলেঙ্গানার তরুণী নিউ ইয়র্কের বাড়িতে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি৷ জানা গিয়েছে আগুন লাগার সময় ঘুমোচ্ছিলেন তরুণী৷ কোনওভাবেই ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি৷
ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর
ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর
advertisement

সূত্রের খবর অনুযায়ী, সাহাজা ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, যে বাড়িতে সাহাজা থাকতেন, তার পাশের বাড়িতে আগুন লাগে৷ সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ভিতরে থাকা বেশিরভাগ জনেই আটকে পড়ে৷ সাহাজা তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন৷ তিনি বেরিয়ে আসার কোনও সময়ই পাননি৷

advertisement

আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন

বৃহস্পতিবারের আগুন লাগার ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পড়েন সাহাজা৷ তবে শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি৷ তিনি অ্যালবেনি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়ছিলেন৷ দেশের কনস্যুলেট জেনারেল এক্স হ্যান্ডেলে তরুণীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন৷ ‘সাহাজা রেড্ডি উদুমালা অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷’’ তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে কনস্যুলেট৷ সাহাজার পরিবার এবং পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন: কয়েক ঘণ্টার অপেক্ষা…শনিবারেই মহাশক্তিশালী যোগ তৈরি করবে বুধ-বৃহস্পতি! কপাল খুলবে মিথুন-সহ ৩ রাশির, শুরু হবে ভাগ্যের সোনালী সময়

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

২৪-এর তরুণীর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার৷ সাহাজার বাবা উদুমালা জয়কর রেড্ডি টিসিএসে কর্মরত এবং মা গোপুমারিয়া শৈলজা সরকারি স্কুলের শিক্ষিকা৷ তাঁদের জ্যেষ্ঠ কন্য ছিলেন সাহাজা৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা খুব আগ্রহ নিয়ে তার পড়াশোনা শেষ করে ফেরার অপেক্ষায় ছিলেন৷ এখন ফিরে আসবে তাঁর নিথর দেহ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল