আরও পড়ুন- সুখের তালিকায় ১৩৬ নম্বরে ভারত! "ঘৃণার তালিকার শীর্ষে থাকবে দেশ", কটাক্ষ রাহুলের
বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই বিস্ফোরণের (Sialkot Blast) ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ কেউ দাবি করেছেন যে ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
শিয়ালকোট ক্যান্টনমেন্ট (Sialkot Cantonment), পাকিস্তানের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলির মধ্যে একটি। মূল শহরের লাগোয়া এই ক্যান্টনমেট ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী এই ক্যান্টনমেন্টের পত্তন করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imraan Khan) এখন সরকার বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত। দেশের সংসদে দু’টি বিরোধী দলের অনাস্থা ভোট এবং তাঁর নিজের ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়াতে এখন সরকারকে বাঁচানোর মরিয়া লড়াই করছেন ইমরান। তারই মধ্যে ঘটেছে এই বিস্ফোরণের (Sialkot Blast) ঘটনা।
আরও পড়ুন- "রাজ্যে মন নেই আর, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": কটাক্ষ দিলীপ ঘোষের!
গত ৮ মার্চ, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N) এবং পাকিস্তান পিপলস পার্টির (PPP) ১০০ জন বিধায়ক ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটের কাছে একটি অনাস্থা প্রস্তাব দাখিল করেন। তাঁদের অভিযোগ, দেশটির অর্থনৈতিক সঙ্কট এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য দায়ী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সরকার।